চোট সারেনি, আইপিএলে প্রথম ২ সপ্তাহ খেলার সম্ভাবনা নেই যুবরাজের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Apr 2016 06:59 AM (IST)
হায়দরাবাদ: গোড়ালির চোট পুরোপুরি সারেনি। টি-২০ বিশ্বকাপে গত মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে পাওয়া আঘাত থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে না ওঠায় আসন্ন আইপিএলে প্রথম দু সপ্তাহ যুবরাজ সিংহের মাঠে নামা অনিশ্চিত। এবার এই তারকা ব্যাটসম্যান খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। তাঁর টিমের কোচ টম মুডিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা বলেছে, দুঃখের ব্যাপার, যুবরাজ কয়েকটা সপ্তাহ খেলতে পারবে না। কতদিন ওর খেলায় অনিশ্চয়তা চলবে, তাও এখনই বলা যাচ্ছে না। বাঁ-হাতি বহু ম্যাচ জেতানো ব্যাটসম্যানের অপরিহার্যতা বোঝাতে গিয়ে মুডি বলেন, যুবরাজের সিংহের মতো একজন খেলোয়াড় যে কোনও দলের কাছেই দামী। শুধু ব্যাটের দাপটে ম্যাচ-উইনারই নয়, মাঝের ওভারগুলিতে খুব উপযোগী বোলারও ও। নিলামের সময়ই আমাদের মাথায় ছিল, মিডল অর্ডারকে শক্তিশালী করতে হবে। তাই আমরা যুবরাজ, দীপক হুডার মতো খেলোয়াড়কে বাছাই করেছিলাম। দলে আমাদের ভাণ্ডারকে আরও শক্তিশালী করেছে ওরা। প্রসঙ্গত, সানরাইজার্স হায়দরাবাদ তাদের প্রথম আইপিএলে প্লেঅফে জায়গা করে নিলেও পরের দুটি সিজনে ষষ্ঠ স্থানে থামে। ২০১৩-য় সানরাইজার্সের আইপিএলে যাত্রালগ্ন থেকেই দলের সঙ্গে থাকা মুডির দাবি, টুর্নামেন্টে তাদের সবচেয়ে ভাল পারফরম্যান্স দেখাতে তৈরি ছেলেরা।