নয়াদিল্লি: বিদেশে টি-২০ লিগ খেলার অনুমতি চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করলেন প্রাক্তন অল রাউন্ডার যুবরাজ সিংহ।
যুবরাজের আবেদনের কথা স্বীকার করে বোর্ডের এক আধিকারিক জানান, বিদেশের কয়েকটি ঘরোয়া টি-২০ লিগ যুবরাজকে নিয়ে আগ্রহ দেখিয়েছে। তাই ফ্রিলান্স ক্রিকেটার হিসেবে সেগুলির সঙ্গে যুক্ত হওয়ার জন্য বোর্ডের কাছে অনুমতি চেয়েছেন যুবরাজ। গত সপ্তাহেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ৩৭ বছরের যুবরাজ। তিনি জানিয়েছেন, দেশের আইপিএল-এর সঙ্গে যুক্ত না থাকলেও, বিদেশে টি-২০ লিগের সঙ্গে যুক্ত থাকতে চান।
যুবরাজ বলেন, আমি টি-২০ লিগ খেলতে চাই। এই বয়সে আমি কিছু মজাদার ক্রিকেট খেলতেই পারি। নিজের জীবনটাকে উপভোগ করতে চাই। আন্তর্জাতিক কেরিয়ার থেকে শুরু করে আইপিএলে ভাল পারফর্ম করা -- এসব নিয়ে ভাবনাচিন্তা করে অনেক চাপ নিয়েছি। এখন নিজেকে চাপমুক্ত রাখতে চাই।
দেশের হয়ে ৩০৪টি একদিনের ম্যাচ, ৫৮টি টি-২০ এবং ৪০টি টেস্ট খেলেছেন যুবরাজ।
বিদেশে টি-২০ লিগ খেলার অনুমতি চেয়ে বোর্ডে আর্জি যুবরাজের
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jun 2019 12:03 PM (IST)
বোর্ডের এক আধিকারিক জানান, বিদেশের কয়েকটি ঘরোয়া টি-২০ লিগ যুবরাজকে নিয়ে আগ্রহ দেখিয়েছে। তাই ফ্রিলান্স ক্রিকেটার হিসেবে সেগুলির সঙ্গে যুক্ত হওয়ার জন্য বোর্ডের কাছে ছাড়পত্র চেয়েছেন যুবরাজ।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -