৫৩ বছরের সলমনের ফিটনেস দেখলে তাক লেগে যাবে! দেখুন ভিডিও
web desk, ABP Ananda | 19 Jun 2019 08:13 AM (IST)
এই ভিডিও আপলোড করেছেন সলমন নিজেই। সঙ্গে লিখেছেন, শুধু স্ট্রং হলেই হবে না, সাবলীলও হতে হবে।
নয়াদিল্লি: ‘ভারত’-এর সাফল্যের স্বাদ একটনও টাটকা। ক্যাটরিনা কাইফ ও দিশা পটানির সঙ্গে সলমনের ‘ভারত’ বক্সঅফিসে ঝড় তুলেছে। ‘ভাইজান’-এর ভক্তরা নিশ্চয়ই জানেন, ওয়ার্কআউট ছাড়া সলমনের দিন কাটে না। নিয়মমাফিক এক্সারসাইজের জন্যই ৫৩ বছরের সল্লুমিঞার বয়স চোখ ফাঁকি দেয়। এই বয়সেও সলমনের ফিটনেস দেখে তাক লেগে যাবে যে কারও। সম্প্রতি সামনে এল সলমনের একটি ওয়ার্কআউট ভিডিও। নিজেই এই ভিডিও আপলোড করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, শুধু স্ট্রং হলেই হবে না, সাবলীলও হতে হবে। এই ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই শোরগোল পড়ে যায় সল্লুভক্তদের মধ্যে। তার মধ্যে নজর কেড়েছে রাখী সবন্তের কমেন্ট। রাখীর দাবি, তিনিও এই এক্সারসাইজ করতে পারেন অনায়াসে। রাখীর কমেন্টে যে মোটেই খুশি নন খান-ভক্তরা, তা পাল্টা কমেন্টেই পরিষ্কার। তবে রাখীকে কেউই ট্রোল করেননি। সূত্র-ইনস্টাগ্রাম এই বয়সেও সলমনের ফিটনেস দেখে তার লেগে গেছে অনেকেরই। এক ভক্তের কথায়, তিনিই বলিউডে সবথেকে শক্তিশালী অভিনেতা, ৫৩ বছর বয়স হতেই পারে না। সূত্র-ইনস্টাগ্রাম সূত্র-ইনস্টাগ্রাম সূত্র-ইনস্টাগ্রাম এবছরের শেষে মুক্তি পাবে সলমনের ‘দাবাং থ্রি’। সঙ্গে আছেন আরবাজ খান, সোনাক্ষী সিনহা। সঞ্জয় লীলা বনশালির ‘ইনশাআল্লাহ’তেও সলমন প্রধান চরিত্রে,বিপরীতে আলিয়া।