যুবরাজের পাশাপাশি স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের পাশে দাঁড়িয়েছেন ভারতের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। তিনি ট্যুইট করে বলেছেন, ‘সারা বিশ্ব তোমাকে কাঁদতে দেখতে চায়। তুমি একবার কেঁদে ফেললে ওরা সন্তুষ্ট হবে এবং তারপর আনন্দে থাকবে। আশা করি সহমর্মিতা শুধু একটা শব্দ নয়, মানুষের মধ্যে এটা এখনও আছে। ঈশ্বর যেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার শক্তি দেন। ডেভিড ওয়ার্নারেরও লড়াই করার শক্তি দরকার। আশা করি, অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংগঠন স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটের পাশে দাঁড়াবে এবং প্রয়োজনীয় সাহায্য করবে।’
বলিউড তারকা বরুণ ধবনও নির্বাসিত হওয়া স্মিথের পাশে দাঁড়িয়েছেন। তিনি আশাপ্রকাশ করেছেন, ক্রিকেটপ্রেমীরা এই ঘটনার জন্য স্মিথকে ক্ষমা করে দেবেন।