মুম্বই: সিনেমা নয়, ফুটবল মাঠের অ্যাকশনে আহত বলিউড তারকা রণবীর সিংহ। তাঁর কাঁধে চোট লেগেছে। এ কথা জানিয়েছেন রণবীরের মুখপাত্র। এতে অবশ্য সিনেমার শ্যুটিংয়ে কোনও ব্যাঘাত হবে না। জোয়া আখতারের পরিচালনায় তাঁর পরের ছবি গালি বয়-এর শ্যুটিংয়ের কাজ চলবে।
অভিনেতার মুখপাত্র জানিয়েছেন, একটি ফুটবল ম্যাচ চলাকালে কাঁধে চোট পেয়েছেন রণবীর। ওই চোটের জায়গায় অন্তত একমাস নতুন করে যাতে আঘাত না লাগে , তার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। তবে গালি বয়-এর শ্যুটিং নির্ধারিত সময় মেনেই হবে।
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে রণবীর পারফর্ম করতে পারবেন কিনা, সে বিষয়ে দু-তিন দিনের মধ্যে পরামর্শ দেবেন চিকিত্সকরা।
ফুটবল খেলতে গিয়ে কাঁধে চোট রণবীর সিংহর, আইপিএলের উদ্বোধনে পারফরম্যান্স নিয়ে সিদ্ধান্ত দু-তিন দিনের মধ্যেই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Mar 2018 02:50 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -