নয়াদিল্লি: টুর্নামেন্টের অফিসিয়াল ব্রডকাস্টারের একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন ২০১১-র বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট। ভিডিওতে ভারতীয় দলের প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেনকে বিশ্বকাপ ট্রফি তুলতে দেখা যাচ্ছে। আর এই দৃশ্যই যুবরাজকে স্মরণ করিয়ে দিয়েছে ২০১১-তে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা। দলকে দুরন্তভাব চালনা এবং বিশ্বকাপ ট্রফি জয়ে সাহায্যের জন্য প্রাক্তন কোচের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন যুবরাজ।
আগামী বুধবার ৫ জুন এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারত অভিযান শুরু করবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতীয় দলের সমর্থনে যুবরাজের ট্যুইট- ২০১১-র ২ এপ্রিল-এমন একটা রাত, যা কখনও ভোলা যায় না, এবং তা এমন এক দিন ছিল যেখানে স্বপ্ন সফল করতে এক দক্ষিণ আফ্রিকান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।



২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (অপরাজিত ৯১) এবং গৌতম গম্ভীর (৯৭)-এর দুরন্ত ইনিংসে ভর করে ভারত ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে ২০১১-র বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। যুবরাজ টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন।
আগ গুরু গ্যারি কার্স্টেন এমন একটা সময়ে দলের হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন, যখন গ্রেগ চ্যাপেল জমানার বিশ্রি পর্বের জন্য ভারতীয় দল কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিল। গ্যারির হাত ধরেই ভারতীয় দল পুনর্গঠিত হয়েছিল এবং বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল।