নয়াদিল্লি: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি প্রতিটি জোনের জুনিয়র ইঞ্জিনিয়ার (জেই) পদের জন্য কম্পিউটার বেসড টেস্টের চূড়ান্ত ফল প্রকাশ করল। আরআরবি-র সরকারি আঞ্চলিক ওয়েবসাইটে গিয়ে আগ্রহীরা ফল দেখতে পারেন।

বোর্ড জানিয়েছে, কলকাতা মেট্রোয় জুনিয়র ইঞ্জিনিয়ার পদের সংখ্যা আগের থেকে ৭৪টি বাড়িয়েছে তারা। এসইআর কলকাতা, ইআর কলকাতা ও ইসিআর রাঁচি ২০১৯ শূন্য পদের সঙ্গে এই শূন্য পদগুলি মিশিয়ে দেওয়া হয়েছে।

এই ফল ২৭ তারিখ পর্যন্ত দেখা যাবে, এ ব্যাপারে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। এর আগে ১১ তারিখ এই উত্তরপত্র প্রকাশিত হয়। যাঁরা কম্পিউটার বেসড টেস্টে বসেছিলেন, তাঁরা প্রশ্নপত্র, তাঁদের জন্য প্রকাশিত হয় তাঁদের দেওয়া উত্তর ও আরআরবি-র আদর্শ উত্তরপত্র। তা নিয়ে কোনও প্রশ্ন বা আপত্তি থাকলে তা জানানোর জন্য নির্ধারিত হয় ১১-১৪ তারিখ। সবার প্রশ্ন খতিয়ে দেখে নতুন করে উত্তরপত্র প্রকাশিত হয়েছে আরআরবি-র সরকারি ওয়েবসাইটে। এখানে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই কম্পিউটার বেসড টেস্টের প্রথম পর্যায়ের ফল প্রকাশিত হবে।

বোর্ড জানিয়েছে, আরআরবি জেই আদর্শ উত্তরপত্র নিয়ে পরীক্ষার্থীরা যে সব প্রশ্ন বা আপত্তি তোলেন, সেগুলো খতিয়ে দেখে মেটানো হয়েছে। কিছু প্রশ্নের উত্তরও পাল্টানো হয়েছে। পরীক্ষার্থীরা এবার সংশোধিত উত্তরপত্র দেখতে পারবেন। তবে আর এ নিয়ে কোনও প্রশ্ন বা আপত্তি শোনা হবে না বলে আরআরবি জানিয়েছে।

দেখে নিন, কী করে দেখবেন আরআরবি জেই-র চূড়ান্ত উত্তরপত্র

আরআরবি-র নির্দিষ্ট আঞ্চলিক ওয়েবসাইটে যান।

“সিইএন-০৩/২০১৮” লিঙ্কে ক্লিক করুন। সামনে আসবে সংশোধিত চূড়ান্ত উত্তরপত্র।

নেক্সট পেজ ওপন-এ সংশোধিত উত্তরপত্রের লিঙ্কে ক্লিক করুন।

নিজের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য দিয়ে লগ ইন করুন।

নেক্সট পেজ ওপন-এ দেখুন আরআরবি জেই-র চূড়ান্ত উত্তরপত্র।