যৌথ ভাবে ইন্ডিয়া-মালদ্বীর ফ্রেন্ডশিপ ক্রিকেট সিরিজ আয়োজন করেছে মালদ্বীপের ক্রীড়া মন্ত্রক, ভারতীয় দূতাবাস এবং মালদ্বীপ ক্রিকেট বোর্ড।
যুবরাজ এয়ার ইন্ডিয়া দলের হয়ে খেলতে গিয়েছেন। আর তাঁর ওই অনায়াস ওভারবাউন্ডারি দেখে অনুরাগীরা বলছেন, বয়স হলেও সেই চেনা টাচ এখনও অটুট যুবির।
দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে যুবরাজ। এখন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন। আসন্ন আইপিএলে তাঁকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা যাবে। তার আগে যুবরাজের এই ফর্ম তাঁর অনুরাগীদের ভরসা দেবে বলেই মনে করা হচ্ছে।