‘একজন প্রকৃত বিজেতা ও অনেকের অনুপ্রেরণা তুমি, জন্মদিনের শুভেচ্ছা’ জনপ্রিয় তারকাকে জন্মদিনে শুভেচ্ছা বিসিসিআইয়ের।
মনে পড়ে, যুবরাজের এক ওভারে ৬টি ছক্কা মারার কথা? ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ঐতিহাসিক পারফর্ম্যান্সের ভিডিও শেয়ার করে যুবিকে শুভেচ্ছা জানাল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা।
‘সুপারস্টারকে’ শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থ সচিনও।
বার্তা এসেছে ভাজ্জির তরফেও।
দেখুন, ক্যাপ্টেন কোহলির শুভেচ্ছা।
জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বরাবরের মতো সরস ও বুদ্ধিদীপ্ত সহবাগ।
কমেন্টবক্সে এসেছে ধবন, কাইফ, বুমরার বার্তাও।
কিন্তু কেমনভাবে নিজের ৩৮ তম জন্মদিনটা কাটাবেন যুবি, তা জানা যাবে রাত গড়ালেই।