পুণে: মহেন্দ্র সিংহ ধোনির উপর থেকে চাপ কমানো এবং অনভিজ্ঞ মিডল অর্ডারে গভীরতা আনার লক্ষ্যেই অভিজ্ঞ অলরাউন্ডার যুবরাজ সিংহকে ফের একদিনের আন্তর্জাতিক ম্যাচের দলে নেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচের আগে এমনই জানালেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

যুবরাজ শেষবার একদিনের ম্যাচ খেলেছিলেন ২০১৩ সালের ডিসেম্বরে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তিন বছরেরও বেশি সময় পরে তিনি ফের একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেতে চলেছেন।

আগামীকাল পুণেতে প্রথম ম্যাচ। এই প্রথম সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্বে বিরাট। তার আগে তিনি বলেছেন, ‘অভিজ্ঞতার জন্যই যুবরাজকে দলে নেওয়া হয়েছে। না হলে মিডল অর্ডারে ধোনির উপর বেশি চাপ পড়ে যেত। আমি ব্যাটিং অর্ডারে উপরের দিকে দায়িত্ব নিচ্ছি। কিন্তু কোনও কারণে যদি টপ অর্ডার রান করতে না পারে, তাহলে লোয়ার অর্ডারে ধোনির সঙ্গে আরও একজনকে দরকার যে দায়িত্ব নিতে পারবে। সেই কারণেই যুবরাজকে নেওয়া হয়েছে।’

এ বছরের জুন মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতির জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে এই তিনটি ম্যাচই পাচ্ছে ভারত। সেই কারণে এই সিরিজেই দলের সবার ফর্ম দেখে নিতে চাইছেন বিরাট। পরীক্ষা-নিরীক্ষার বদলে কম্বিনেশন ঠিক করাই ভারতীয় দলের লক্ষ্য।