লাহলি: রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় দিন ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও, পেসার মনপ্রীত গোনির অসাধারণ বোলিংয়ের সুবাদে সুবিধাজনক অবস্থায় পঞ্জাব। প্রথম ইনিংসে পঞ্জাবের ৩৭৮ রানের জবাবে দিনের শেষে মধ্যপ্রদেশের স্কোর ৫ উইকেটে ১৮২।

প্রথম দিনের শেষে ৩ উইকেটে ৩৪৭ রান করেছিল পঞ্জাব। কিন্তু দ্বিতীয় দিন মাত্র ৩১ রানে শেষ সাতটি উইকেট পড়ে যায়। যুবরাজ প্রথম দিনের ১৬৪ রানের পর এদিন মাত্র ১৩ রান করেই আউট হয়ে যান। অপর এক শতরানকারী গুরকিরত সিংহ মান প্রথম দিনের ১০১ রানের সঙ্গে এদিন আর মাত্র ২ রান যোগ করেন। বাকি ব্যাটসম্যানরা কেউই দু অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ঈশ্বর পান্ডে ৮ উইকেট নেন।  তবে ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও, পঞ্জাবের বোলাররা মধ্যপ্রদেশকে পাল্টা চাপে ফেলে দেন। গোনি মাত্র ২৫ রানে ৪ উইকেট দখল করেন।