একদিনের ও টি-২০ ম্যাচে ভারতীয় দলের চার নম্বর ব্যাটসম্যান নিয়ে সমস্যা নতুন নয়। বিশ্বকাপেও চার নম্বর ব্যাটসম্যান নিয়ে সমস্যায় পড়তে হয়েছে ভারতকে। রোহিত শর্মা, শিখর ধবন ও বিরাট কোহলির পর ব্যাটিং অর্ডারে ভরসা করার মতো কাউকে পাওয়া যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ সফরে একদিনের সিরিজে অবশ্য শ্রেয়স আয়ার ভাল পারফরম্যান্স দেখান। তবে ঘরোয়া ম্যাচগুলিতে ভাল পারফরম্যান্স দেখানো সূর্যকুমারকে সুযোগ দেওয়ার পক্ষে হরভজন। তিনি কিছুদিন আগে সঞ্জু স্যামসনকে ভারতীয় দলের চার নম্বর ব্যাটসম্যান হিসেবে সুযোগ দেওয়ার দাবি জানান। তবে এখন তাঁর মত বদলে গিয়েছে।