বিশাখাপত্তনম: তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি (International T20 Cricket) ক্রিকেটে ভারতের (Indian Cricket Team) জার্সিতে সর্বােচ্চ উইকেট প্রাপক। কিন্তু দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে প্রথম ২ টো ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি একদমই। তাই খিদে ছিলই। আর সঙ্গে শান দিয়েছিলেন নিজের মগজাস্ত্রে। ব্যস, তাতেই বাজিমাত। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তুলে নিয়েছেন ৩ উইকেট। ভারতের জয়ের পেছনে যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) পারফরম্য়ান্সের অবদান অনস্বীকার্য। ম্যাচ জিতে নিজেই ফাঁস করলেন সাফল্যের রহস্য। 


ম্যাচের পর কী বললেন চাহাল?


নিজের চার ওভারের স্পেলে মাত্র ২০ রান দিয়ে চাহাল গতকাল তুলে নিয়েছিলেন ৩টি উইকেট। হর্ষল পটেল ৪ উইকেট নিলেও ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন চাহালই। খেলা শেষে হরিয়ানার এই লেগস্পিনার বলেন, ''আগের ম্যাচে আমি অনেক বেশি দ্রুতগতির স্লাইডার বল করছিলাম। ম্যাচের পর আমি পারস মাম্ব্রে স্য়ারের সঙ্গে কথা বলি। এই ম্যাচে আমি বোলিংয়ে কিছুটা পরিবর্তন এনেছিলাম। দ্রুতগতির লেগব্রেক করার চেষ্টা করছিলাম বেশি করে। কিন্তু বলের সিম পজিশনটা একটু আলাদা রেখেছিলাম। আগের ২ ম্যাচে এটা করিনি তাই ব্যাটাররাও আমাকে সহজেই আক্রমণ করতে পারছিলেন। এদিন কিছুটা অতিরিক্ত টার্ন করানোর চেষ্টা করেছিলাম ভিন্ন লাইনে বল ফেলে, আর তাতেই সাফল্য এসেছে।''


সিরিজে জয়ের মুখ দেখল ভারতীয় দল


চাহাল ছাড়াও ভারতের হয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে সেরা পারফর্ম করেছেন হর্ষল পটেল, ঈশান কিষাণ ও রুতুরাজ গায়কোয়াড। মরণ-বাঁচন ম্যাচে যেন জেগে উঠলেন ভারতীয় ক্রিকেটারেরা। ব্যাটে ঈশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াড়দের পর বল হাতে দাপট দেখালেন হর্ষল পটেল, যুজবেন্দ্র চাহাল। হর্ষল নিলেন ৪ উইকেট। মাত্র ২৫ রানের বিনিময়ে। ২০ রানে ৩ উইকেট চাহালের। ভারতের ১৭৯/৫ তাড়া করতে নেমে মাত্র ১৩১ রানে অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ৪৮ রানে ম্যাচ জিতল ভারত। সেই সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-২ করলেন ঋষভ পন্থরা।


আরও পড়ুন: হাত-পা ছুড়ে নাচতে নাচতেই দুরন্ত সেভ, রেডমেনের হাত ধরেই কাতার বিশ্বকাপে অজিরা