মুম্বই: এবার টি-১০ লিগের জন্য নাম লেখালেন অবসর নেওয়া দুই ভারতীয় পেস বোলার জাহির খান ও আরপি সিংহ সহ একগুচ্ছ ক্রিকেটার। আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে চলা ওই লিগে খেলবেন প্রবীণ কুমার, এস বদ্রিনাথ, রীতেন্দর সিংহ সোধিও।
দেশের অন্যতম সফল পেস বোলার ছিলেন জাহির। ২০১১ বিশ্বকাপ সহ বহু বছর ভারতীয় বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়েছেন জাহির। ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে ৬০০-র বেশি উইকেট আছে তাঁর ঝুলিতে।
অন্যদিকে, গতমাসেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন আর পি সিংহ। দক্ষিণ আফ্রিকায় উদ্বোধনী টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলের অংশ ছিলেন তিনি। ওই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন। দেশের ঘরোয়া ক্রিকেটে অন্যতম সেরা অল-রাউন্ডার ছিলেন বদ্রিনাথ।
এর আগে, বীরেন্দ্র সহবাগ ও শাহিদ আফ্রিদির নাম আইকন হিসেবে ঘোষণা করে টি-১০ লিগ আয়োজকদের তরফে। এছাড়া, প্রাক্তন পাক কিংবদন্তি বোলার ওয়াসিম আক্রমকে ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের ডিরেক্টর পদে নিয়োগ করা হয়। তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভার খোঁজ করার।
প্রসঙ্গত, টি-১০ লিগে আটটি দল রয়েছে। সেগুলি হল-- কেরল কিংস, পঞ্জাব লেজেন্ডস, মারাঠা আরাবিয়ান্স, বেঙ্গল টাইগার্স, দ্য কারাচিয়ান্স, রাজপুতস, নর্দার্ন ওয়ারিয়র্স এবং পাখতুনস। দুটি গ্রুপে এই দলগুলিকে রাখা হয়েছে। আগামী ২১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর-- শারজা ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হবে।
টি-১০ লিগে নাম লেখালেন জাহির খান, আর পি সিংহ
Web Desk, ABP Ananda
Updated at:
23 Oct 2018 07:21 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -