নয়াদিল্লি: বয়স একটা সংখ্যামাত্র। সে কথাই যেন আরও একবার প্রমাণ করলেন ৪১ বছরের জাহির খান। মাঠে তাঁর ফিটনেস ও ক্ষিপ্রতা পুরানো দিনের স্মৃতি ফিরিয়ে দিল। মুম্বইয়ের ওয়াংখেড়েতে দেখা গেল ভারতীয় দলের প্রাক্তন বাঁহাতি পেসার জাহির খানকে। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ম্যাচে একহাতে অসাধারণ ক্যাচ নিয়ে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন রিকার্ডো পাওয়েলকে। ডিপ স্কোয়ার লেগে স্টাইলিশ একটা ফ্লিক করেছিলেন পাওয়েল। সেখানে ফিল্ডিং করছিলেন জাহির খান। তাঁর মাথার ওপর দিয়ে বল উড়ে যাচ্ছিল। অসাধারণ ক্ষিপ্রতায় শূন্য লাফিয়ে ডান হাত বাড়িয়ে ক্যাচ তালুবন্দি করলেন তিনি।



আন্তর্জাতিক ক্রিকেটকে জাহির বিদায় জানিয়েছেন ২০১৫-ক ১৫ অক্টোবর। ২০১১-র ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্যকে আইপিএলের দল মুম্বই ইন্ডিয়ান্স কোচিং সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করেছে ২০১৮-তে।
এদিনের ম্যাচে পুরানো স্মৃতি উস্কে প্রাক্তন দুই কিংবদন্তী খেলোয়াড় সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারা ফের মুখোমুখি হলেন। প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইন্ডিয়া লিজেন্ডস ও ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস। মহারাষ্ট্রের রোড সেফটি সেলের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট। লারা, সচিন, জাহির ছাড়াও যুবরাজ সিংহ, বীরেন্দ্র সহবাগ, শিবনায়ারণ চন্দ্রপাল, ব্রেট লি, জন্টি রোডস, মুরলীধরনের মতো ক্রিকেটার টুর্নামেন্টে অংশ নিয়েছেন।