নয়াদিল্লি: রাহুল দ্রাবিড়কে যেমন বাছাই করা বিদেশ সফরগুলিতে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে, তেমনই জাহির খানকেও বিদেশ সফরে ভারতীয় দলের বোলিং পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার এমনই জানাল বিসিসিআই। আরও জানানো হয়েছে, প্রধান কোচ রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলেই দ্রাবিড় ও জাহিরকে নিয়োগ করা হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণের ক্রিকেট পরামর্শদাতা কমিটি কোনও টাকা না নিয়েই কোচ নিয়োগ করায় তাঁদের ধন্যবাদ জানিয়েছে বিসিসিআই।
সোমবার প্রধান কোচ হিসেবে শাস্ত্রীর নাম ঘোষণার সময় বিসিসিআই স্পষ্ট জানিয়েছিল, জাহিরকে পূর্ণ সময়ের বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হচ্ছে। কিন্তু বোর্ড সূত্রে খবর, পছন্দের বোলিং কোচ হিসেবে জাহিরকে নয়, ভরত অরুণকেই চাইছেন শাস্ত্রী। তার কারণ নাকি অবশ্য জাহির নিজেই। জাহির নাকি বোর্ডকর্তাদের বলেছেন, তিনি আড়াইশো দিনের বেশি ভারতীয় দলকে সময় দিতে পারবেন না। ফলে ১০০ দিনের বেশি সময় তিনি থাকবেন না অশ্বিন-ভুবিদের সঙ্গে। এই খবর শোনার পরই নাকি ফের পছন্দের প্রার্থীর জন্য সওয়াল করেছেন শাস্ত্রী।
দ্রাবিড়ের মতোই জাহিরকেও পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে, জানাল বিসিসিআই
Web Desk, ABP Ananda
Updated at:
13 Jul 2017 11:42 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -