হারারে: ভারতের সঙ্গে একদিনের ও টি-২০ সিরিজের আগে কোচ ডাভ হোয়াটমোর এবং অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজাকে ছাঁটাই করল জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ড। নতুন অধিনায়ক হয়েছেন গ্রেম ক্রিমার। বোলিং কোচ মাখায়া এনটিনিকে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
টি-২০ বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স করে প্রাথমিক পর্ব থেকেই ছিটকে যাওয়ার জন্যই কোচ ও অধিনায়ক বদল করা হল বলে জানানো হয়েছে। গত বছরের এপ্রিলে হোয়াটমোরের সঙ্গে চার বছরের চুক্তি করেছিল জিম্বাবোয়ে। কিন্তু সেই চুক্তি বাতিল করা হল।

 

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ল্যান্স ক্লুজনারকে ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করেছে জিম্বাবোয়ে।