মঙ্গলবার কাঠমাণ্ডু থেকে কলকাতায় ফিরল পর্বতারোহী সুভাষ পালের কফিনবন্দি দেহ৷ সঙ্গে ছিলেন দাদা প্রণব পাল, রাজ্য সরকারের যুবকল্যাণ দফতরের মুখ্য সচিব সৈয়দ আহমেদ বাবা ও দুই এভারেস্টজয়ী সরকারি প্রতিনিধি উজ্জ্বল রায় ও দীপঙ্কর ঘোষ৷
শহরে সুভাষের দেহ এসে পৌঁছনোর পরই শোকের আবহ৷ ছিলেন সুভাষের ছাত্রছাত্রীরাও৷
বিমানবন্দরে এসে পৌঁছন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল৷ পর্বতারোহনের জন্য নয়া গাইডলাইন তৈরির কথা জানালেন ক্রীড়ামন্ত্রী৷ তা মেনে চললে তবেই পাওয়া যাবে পর্বতারোহনের অনুমতি থেকে সরকারি স্পনসরশিপ৷
বিমানবন্দর থেকেই সুভাষের কফিনবন্দি দেহ রওনা হয়ে যায় বাঁকুড়ায়, তাঁর বাড়ির উদ্দেশে৷