লন্ডন: এক সময় বিশ্বক্রিকেটের কালো ঘোড়া বল হত তাদের। বিশ্বকাপ-সহ একাধিক টুর্নামেন্টে বড় দলকে হারিয়ে অঘটন ঘটানো কার্যত অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার, হিথ স্ট্রিক, নিল জনসন, অ্যালেস্টেয়ার ক্যাম্পবেলরা।
ফ্লাওয়ার-স্ট্রিকদের দেশ সেই জিম্বাবোয়েই এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হল। আইসিসি-র সংবিধান অগ্রাহ্য করে ক্রিকেট প্রশাসনে লাগাতার সরকারি হস্তক্ষেপের জন্যই এই কঠোর সিদ্ধান্ত বলে একটি বিবৃতিতে জানিয়েছে আইসিসি।
বিবৃতিতে আইসিসি জানিয়েছে, জিম্বাবোয়েকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার করা হল। আইসিসি-র গঠনতন্ত্রের ২.৪ (সি) ও (ডি) ধারায় বলা হয় যে, যে কোনও দেশের ক্রিকেট প্রশাসনে অবাধ ও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে ক্রিকেট প্রশাসনে কোনওরকম সরকারি হস্তক্ষেপে নিষেধাজ্ঞা রয়েছে। যে নিয়ম জিম্বাবোয়ে মানেনি বলেই কঠোর শাস্তি দেওয়া হয়েছে তাদের।
বহিষ্কারের ফলে আইসিসি-র অনুদান পাবে না জিম্বাবোয়ের ক্রিকেট বোর্ড। আইসিসি-র কোনও প্রতিযোগিতার অংশ নিতে দেওয়া হবে না সে দেশের ক্রিকেট দলকে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা একটি নির্দেশিকার জানিয়েছে, নির্বাচিত প্রতিনিধিদের হাতে বোর্ডের দায়িত্ব তুলে দিলে অক্টোবরে আইসিসি-র পরবর্তী বোর্ড মিটিংয়ে নির্বাসনের শাস্তির ব্যাপারটা পুনর্বিবেচনা করা হবে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে জিম্বাবোয়ের সরকারি প্রতিনিধি ও বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে বলে আইসিসি সূত্রে খবর।
আইসিসি চেয়ারম্যান তথা ভারতীয় বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর বলেছেন, ‘আমাদের লক্ষ্য খেলাকে রাজনীতিমুক্ত রাখা। জিম্বাবোয়েতে যেটা হয়েছে তা আইসিসি-র গঠনতন্ত্রের গুরুতর অবমাননা। আইসিসি চায় তাদের গঠনতন্ত্র মেনেই জিম্বাবোয়েতে ক্রিকেট চলুক।’ জিম্বাবোয়ের পাশাপাশি ক্রোয়েশিয়া, মরক্কো ও জাম্বিয়া ক্রিকেট সংস্থাকেও নির্বাসিত করা হয়েছে।
ক্রিকেট প্রশাসনে সরকারি হস্তক্ষেপে কঠোর আইসিসি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কৃত জিম্বাবোয়ে
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jul 2019 12:51 PM (IST)
নির্বাচিত প্রতিনিধিদের হাতে বোর্ডের দায়িত্ব তুলে দিলে অক্টোবরে আইসিসি-র পরবর্তী বোর্ড মিটিংয়ে নির্বাসনের শাস্তির ব্যাপারটা পুনর্বিবেচনা করা হবে
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -