মুম্বই: ভারতীয় ক্রিকেটার ও সিনেমা তারকাদের মধ্যে সেলিব্রিটি ক্লাসিকোয় মহেন্দ্র সিংহ ধোনির ফুটবল দক্ষতা গতকাল দেখা গিয়েছে। আন্ধেরির স্পোর্টস কমপ্লেক্সে গতকালের এই চ্যারিটি ম্যাচ চলাকালে সবার নজর কাড়ল ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ধোনির মেয়ে জিভা। খেলার শেষে মাঠে বাবার জন্য জলের বোতল তুলে দিল সে।নিজের হাতে বাবার মুখে ধরল ওই জলের বোতলটি।
ট্যুইটারে এই ছবি পোস্ট করা হয়েছে। ক্যাপশন- এর চেয়ে ভালো ছবি এর আগে দেখিনি।
আরও এক অনুরাগী একটি ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশন- জিভা ও ধোনির খেলার মুহূর্ত। ও মাঠের সর্বত্র ছিল.. খুব মিষ্টি।