Headphones: অ্যামাজন থেকে ৫০০০ টাকার মধ্যে কোন কোন ব্লুটুথ হেডফোন কিনতে পারবেন? রইল তালিকা

Bluetooth Headphones: জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে ৫০০০ টাকার কমে কোন কোন ব্লুটুথ হেডফোন কেনা যাবে, একনজরে দেখে নিন সেই তালিকা।

Continues below advertisement

Headphones: ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার (amazon India) ওয়েবসাইটে ইউজারদের জন্য রয়েছে দুর্দান্ত ডিল। ৫০০০ টাকার কমে নামিদামি কোম্পানির ব্লুটুথ হেডফোন (Bluetooth Headphones) কেনার সুযোগ রয়েছে। এবার দেখে নেওয়া যাক কোন কোন হেডফোন রয়েছে এই তালিকায়।

Continues below advertisement

Sony WH-CH520 headphones

এই হেডফোন অ্যামাজন থেকে কেনা যাবে ৩৯৯০ টাকায়। কালো, নীল, সাদা এবং Taupe - এই চারটি রঙের ভ্যারিয়েন্টে কেনা যাবে সোনি সংস্থার এই হেডফোন। এই ডিভাইসে রয়েছে মাল্টি পয়েন্ট কানেকশন সাপোর্ট। এছাড়াও প্রায় ৫০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে দাবি করেছে সংস্থা। কাস্টোমাইজেবল ইকুইলাইজার সাউন্ড এফেক্টের অভিজ্ঞতা পাবেন ইউজাররা। মাত্র তিন মিনিট চার্জ দিলে এই হেডফোন প্রায় ৯০ মিনিট অর্থাৎ দেড় ঘণ্টা শোনা যাবে। 

HP 500 Bluetooth Wireless Over Ear Headphones

এইচপি সংস্থার এই হেডফোনের দাম অ্যামাজনে ১৭৯৯ টাকা। শুধুমাত্র কালো রঙেই এই হেডফোন কেনা যাবে। ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি রয়েছে এই হেডফোনে। আর একবার পুরো চার্জ দিলে প্রায় ২০ ঘণ্টা পর্যন্ত এই হেডফোনের ব্যাটারি চালু থাকবে বলে দাবি করেছে সংস্থা। 

JBL Tune 510BT

অ্যামাজন থেকে জেবিএল সংস্থার এই হেডফোন কেনা যাবে ৩৪৯৯ টাকায়। কালো, নীল, সাদা, কোরাল, রোজ এবং গোলাপি রঙে এই হেডফোন কিনতে পারবেন ইউজাররা। একবার পুরো চার্জ দিলে প্রায় ৪০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে দাবি করেছে জেবিএল সংস্থা। মাত্র ৫ মিনিট চার্জ দিলে প্রায় ২ ঘণ্টার প্লেটাইম পাওয়া যাবে এই হেডফোনে। এখানেও রয়েছে মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি এবং এর সঙ্গে জেবিএল- এর এই হেডফোনে রয়েছে সিরি এবং গুগল অ্যাসিসট্যান্টের সাপোর্ট। 

JBL Tune 760NC

অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট অর্থাৎ জনপ্রিয় এই ই-কমার্স সংস্থার ওয়েবসাইট থেকে জেবিএল সংস্থার এই হেডফোন কেনা যাবে ৪৪৮৯ টাকায়। ইউজাররা এই হেডফোন কিনতে পারবেন কালো, নীল, সাদা, কোরাল, রোজ এবং গোলাপি রঙের শেডে। প্রায় ৫০ ঘণ্টার ব্যাটারি লাইফ পাওয়া যাবে এই হেডফোনেও। এখানে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। এছাড়াও রয়েছে মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি এবং গুগলের ফাস্ট পেয়ার টেকনোলজির সাপোর্ট। 

Skullcandy Riff 2

অ্যামাজনের ওয়েবসাইট থেকে এই হেডফোন কেনা যাবে ৪৯৯৯ টাকায়। শুধুমাত্র কালো রঙেই কেনা যাবে এই হেডফোন। একবার পুরো চার্জ দিলে প্রায় ৩৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। সিরি এবং গুগল অ্যাসিসট্যান্টের সাপোর্ট রয়েছে এই হেডফোনে। এছাড়াও রয়েছে র‍্যাপিড চার্জ টেকনোলজি। এর সাহায্যে মাত্র ১০ মিনিটের চার্জে প্রায় ৪ ঘণ্টার রানটাইম পাওয়া সম্ভব। 

আরও পড়ুন- একমাসে তিনটি ফোন ! ফেব্রুয়ারিতেই ভারতে আসছে আইটেল পাওয়ার সিরিজের তিন মডেল

Continues below advertisement
Sponsored Links by Taboola