Smartphone: সকালে ঘুম থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত বর্তমান জীবনের অঙ্গ হয়ে উঠেছে স্মার্টফোন। আপনারা কি জানেন, অজান্তেই নিত্যদিন ভুলভাবে ব্যবহার করছেন আপনার স্মার্টফোন। যাতে ক্ষতি হচ্ছে ডিভাইসের। জেনে নিন , ঠিক কী কী ভুল করছেন আপনি ।
Smartphone Tips: ভুল চার্জার ব্যবহার
অনেকেই ভাবেন, স্মার্টফোনের সব চার্জারই এক ধরনের হয়। মনে রাখবেন, যকোনও চার্জার ফোনে ফিট হলেও তা ব্যবহার করা উচিত নয়। আপনার ফোনের জন্য সঠিক চার্জার থাকা জরুরি। একটি সস্তা চার্জার থেকে আগুন ও শর্ট সার্কিটের ঝুঁকি তৈরি হয়। দীর্ঘমেয়াদে আপনার স্মার্টফোনের ক্ষতি করতে পারে যেকোনও চার্জার। সবসময় বিশ্বস্ত ব্র্যান্ডের চার্জারের নির্দেশিকা পরীক্ষা করে কিনুন।
Smartphone Tips: অফিশিয়াল গুগল প্লে স্টোর থেকেই অ্যাপ ডাউনলোড
অনেকেই Google Play Store-এ অ্যাপ খুঁজে না পেয়ে বিকল্প রাস্তায় হাঁটেন। সেখানে অনেক সময় থার্ডপার্টি অ্যাপ ডাউনলোড করেন ব্যবহারকারী। যা তাঁর স্মার্টফোনে ম্যালওয়্যার বা বিপজ্জনক অ্যাপগুলি প্রবেশে সাহায্য করে। এই ক্ষতিকারক অ্যাপগুলি ভাইরাস ও স্পাইওয়্যার দিয়ে ডিভাইসগুলিকে সংক্রামিত করতে পারে। যার ফলে ব্যবহারকারী ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড এমনকী ব্যাঙ্কিং বিবরণ চুরি করতে পারে এই অ্যাপ৷
Smartphone Tips: Android OS ও সিকিউরিটি আপডেট ডাউনলোড করুন
বর্তমানে প্রায়শই মোবাইল ব্র্যান্ডগুলি নতুন সফ্টওয়্যার ও সিকিউরিটি আপডেট শেয়ার করে। যদিও কিছু স্মার্টফোন ব্যবহারকারী নিজেদের ফোনে এই আপডেট করেন না। যা আসলে ক্ষতি করে তাদের মোবাইলেরর। এই নিরাপত্তার আপডেট ফোনকে বিপজ্জনক অ্যাপ ও অন্যান্য ঝুঁকির থেকে রক্ষা করে। আপনার স্মার্টফোনের ত্রুটি-মুক্ত চালানোর জন্য এই আপডেটগুলি ডাউনলোড করা প্রয়োজন৷
Smartphone Tips: আপনার অ্যান্ড্রয়েড ফোনে পুরোনো অ্যাপ ব্যবহার করবেন না
আপনার ফোনে অনেক সময় অ্যাপগুলির নতুন সফ্টওয়্যার আপডেট এলেও তা আপডেট করেন না অনেকেই। এই আপডেটগুলি আসলে ডিভাইসটিকে নিরাপদে চালাতে সাহায্য করে৷ এই আপডেটগুলি শুধুমাত্র ব্যবহারকারীর অভিজ্ঞতার উন্নতিতে ফোকাস করে না বরং নতুন কোনও ত্রুটি মোকাবেলা করতেও কাজে লাগে। এই আপডেটগুলি খুবই গুরুত্বপূর্ণ। এগুলিকে উপেক্ষা করলে আপনার ডিভাইসটি ম্যালওয়্যার আক্রমণের সম্মুখীন হতে পারে৷
আরও পড়ুন : Smartphone Fast Charging: দ্রুত চার্জ করতে চান আপনার স্মার্টফোন ? রইল ৫ পরামর্শ