Smartphones: বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে ভারতে লঞ্চ হতে চলেছে কয়েকটি ৫জি ফোন (5G Phone)। এখনও পর্যন্ত পাওয়া খবরে ওয়ানপ্লাস ১২ (OnePlus 12), আইকিউওও ১২ (iQoo 12) এবং রেডমি ১৩সি (Redmi 13C 5G) ভারতে লঞ্চ হতে চলেছে। ওয়ানপ্লাস ১২ মডেল চিনে লঞ্চ হবে ৫ ডিসেম্বর। তারপর ভারতের বাজারে এই ফোন আত্মপ্রকাশ করবে ১২ ডিসেম্বর। ওই একই দিনে ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও তাদের নতুন ফোন আইকিউওও ১২ ভারতে লঞ্চ করবে। আর আগামী ৬ ডিসেম্বর ভারতে লঞ্চ হবে রেডমি ১৩সি ফোন। এ যাবৎ এই তিনটি ফোন সম্পর্কে যা যা তথ্য প্রকাশ্যে এসেছে তা দেখে নেওয়া যাক একনজরে।
ওয়ানপ্লাস ১২
এটি একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে। কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকবে ওয়ানপ্লাস ১২ ফোনে। এছাড়াও থাকবে ২কে রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। ওয়্যারলেস চার্জিং ফিচারের সুবিধা পাওয়া যাবে ওয়ানপ্লাস ১২ ফোনে। বৃষ্টি পড়লেও যাতে ইউজাররা ফোন ব্যবহার করতে পারেন সাবলীল ভাবে তার জন্য থাকবে বিশেষ 'রেনওয়াটার টাচ' ফিচার। এই ফোনে ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা (৩এক্স জুম সমেত) এবং আরও একটি সেনসর থাকবে। আর থাকবে অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাপোর্ট।
রেডমি ১৩সি
এটিও একটি ৫জি মডেল। বলা হচ্ছে রেডমি ১৩সি বাজেট সেগমেন্টের ফোন হতে চলেছে। একটি ৬এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর থাকতে পারে এই ফোনে। রিয়েলমি ১১এস এবং রিয়েলমি ১১ ৫জি ফোনেও এই চিপসেট ছিল। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। ফোনের ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করে ১৬ জিবি পর্যন্ত র্যামের পরিমাণ বাড়ানোর সুবিধাও থাকতে চলেছে রেডমি ১৩সি ৫জি ফোনে। ডিসপ্লের উপর থাকবে গোরিলা গ্লাসের কোটিং। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় নষ্ট হবে না ফোন। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে রেডমি ১৩সি ৫জি ফোনে। এই ফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে।
আইকিউওও ১২
ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও তাদের নতুন ফোন চিনে ইতিমধ্যেই লঞ্চ করেছে। এবার ভারতে আসছে আইকিউওও ১২ মডেল। ৬.৭৮ ইঞ্চির AMOLED স্ক্রিন থাকবে এই ফোনে যেখানে ১.৫কে রেজোলিউশন সাপোর্ট পাওয়া যাবে এবং ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এটিও একটি ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে যেখানে থাকবে সুবিশাল ভেপার চেম্বার। এর মাধ্যমে ফোনের ব্যাটারি গরম হয়ে গেলে অতিরিক্ত তাপ নিষ্কাসিত হবে। আইকিউওও ১২ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস থাকবে এই ফোনে। সেখানে থাকবে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেনসর, ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স (৩এক্স অপটিকাল জুম এবং ১০০এক্স ডিজিটাল জুম সমেত)। ডিসপ্লের উপরে থাকবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
আরও পড়ুন- ২০ হাজার টাকার কমে অ্যামাজন থেকে কিনতে পারবেন এই ৫টি স্মার্টফোন, রইল তালিকা