Smartphones: অনলাইন কেনাকাটার জন্য বিশেষ করে স্মার্টফোনের (Smartphones) ক্ষেত্রে ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon) যথেষ্টই জনপ্রিয়। অ্যামাজনের ওয়েবসাইটে বেশ কয়েকটি ফোনের দামে রয়েছে আকর্ষণীয় ছাড়। এইসব অফারের ফলে ফোনগুলি কেনা যাবে ২০ হাজার টাকার (Smartphones Under rs 20,000) কমে। প্রতিটি ফোনেই রয়েছে নজরকাড়া ফিচার। চলুন দেখে নেওয়া যাক অ্যামাজনে কোন কোন ফোন এখন ২০ হাজার টাকার মধ্যে কেনা যাবে। 


স্যামসাং গ্যালাক্সি এম১৩


এই ফোনের মার্কেট রেট প্রাইস ১৪,৯৯৯ টাকা। তবে অ্যামাজনে পাওয়া যাবে ১০,৯৯৯ টাকায়। এর সঙ্গে থাকছে ব্যাঙ্ক অফার এবং নো-কস্ট ইএমআই- এর সুবিধা। সবুজ, কালো এবং ব্রাউন শেডে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজে এই ফোন। এখানে রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউহসন যুক্ত এলসিডি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, একটি অক্টা-কোর প্রসেসর এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি। 


রিয়েলমি নারজো ৬০ প্রো


অ্যামাজনে এই ফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা ৪০০০ টাকার কুপন ডিসকাউন্ট পাবেন। এই কুপন যুক্ত করলে ফোনের দাম হবে ১৯,৯৯৯ টাকা। এখানে রয়েছে ৬.৭ ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, মিডিয়াটে ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 


লাভা অগ্নি ২ ৫জি


এই ফোন অ্যামাজনে পাওয়া যাবে ১৯,৯৯৯ টাকা। এর সঙ্গে এক্সচেঞ্জ অফার হিসেবে ৩৫০০ টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা। Glass Viridian, Glass Iron, Glass Heather- এই তিনটি রঙে কেনা যাবে লাভা অগ্নি ২ ৫জি ফো। এখানে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ চিপসেট, ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং অ্যান্ড্রয়েড অপারেটিগ সফটওয়্যারের সাপোর্ট। 


রেডমি নোট ১২


শাওমির এই ফোন অ্যামাজন থেকে কেনা যাবে ১১,৯৯৯ টাকায়। নীল, কালো এবং সোনালি রঙে পাওয়া যাবে এই ফোন। এখানে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। এর সঙ্গে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। আর রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 


আইটেল পি৫৫ ৫জি


আইটেল সংস্থার এই ৫জি ফোন অ্যামাজন থেকে কেনা যাবে ১০,৪৯৯ টাকায়। এর সঙ্গে থাকছে ৫০০ টাকার কুপন ডিসকাউন্ট। এই কুপন যুক্ত করলে ফোনের দাম আরও কমে হবে ৯৯৯৯ টাকা। মিন্ট গ্রিন এবং গ্যালাক্সি ব্লু- এই দুই রঙে কেনা যাবে আইটেল পি৫৫ ৫জি ফোন। এখানে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ, ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। ২ বছরের ওয়ারেন্টি সাপোর্ট রয়েছে আইটেল পি৫৫ ৫জি ফোনে। 


আরও পড়ুন- ১৫ হাজার টাকার কমে ৫জি ফোন ! ডিসেম্বরে ভারতে বাজারে কিনতে পারবেন এই মডেলগুলি