5G Phones Under Rs 15000: নতুন ফোন কিনবেন ভাবছেন? বাজেট ১৫ হাজার টাকা (Smartphones Under Rs 15000)? তাহলে আর দেরি করবেন না। জুন মাসেই কিনে ফেলুন নতুন স্মার্টফোন (5G Phones)। বাজেটের মধ্যেই পেয়ে ঝাঁ-চকচকে মডেল। দাম কম হলেও নজর কেড়ে নেবে এইসব ফোনের (Budget Smartphones) ফিচার। তালিকায় কোন কোন ফোন রয়েছে একঝলকে দেখে নেওয়া যাক। 


রিয়েলমি ১২ ৫জি 


রিয়েলমির এই ফোন ১৫ হাজার টাকার কমেই এখন কিনতে পারবেন ভারতে। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ৬জি ফোনে রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। গেম খেলা হোক কিংবা সিনেমা, ভিডিও দেখা, তার সঙ্গে গান শোনা- রিয়েলমি ১২ ৫জি ফোন সবকিছুর জন্যই বেশ ভাল একটি ডিভাইস। ভিডিও এবং অডিও দুই কোয়ালিটিই ভাল এই ফোনের। আবার চার্জও হয়ে যাবে কম সময়ে। 


মোটো জি৬৪ ৫জি


মোটোরোলা জি সিরিজের এই ৫জি ফোনও ১৫ হাজার টাকার মধ্যেই কেনা যাবে। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২৫ প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম ও ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। অর্থাৎ দুটো ভ্যারিয়েন্ট পাবেন মোটো জি৬৪ ৫জি ফোনের। বেস মডেলের দাম ১৫ হাজার টাকার কমেই রয়েছে ভারতে। মোটোরোলার এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর, যার সঙ্গে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাহায্যে পরিচালিত হয় মোটো জি৬৪ ৫জি ফোন। ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি রয়েছে এই ফোনে। একবার পুরো চার্জ দিলে অনেকক্ষণ চালু থাকবে ফোন। 


পোকো এম৬ প্রো ৫জি 


পোকো সংস্থার এই ফোন ১৫ হাজার টাকার কম দামের ৫জি মডেল হিসেবে যথেষ্ট জনপ্রিয়। বেশ কিছু অফারের ফলে ১০ হাজারের কমেও পেয়ে যেতে পারেন এই ফোন। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর রয়েছে এই ফোনে। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। গেম খেলার জন্য এই ফোন বেশ উপযোগী। এছাড়াও রয়েছে আকর্ষণীয় ক্যামেরা সেনসর এবং কম আলোয় ভাল ছবি তোলার জন্য একগুচ্ছ ফিচার। 


লাভা স্টর্ম ৫জি 


সাধ্যের মধ্যে ৫জি ফোন কিনতে চাইলে দেশীয় সংস্থা লাভা- র এই মডেল কিনতেই পারেন। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে এই ফোনে। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 


আরও পড়ুন- রিয়েলমি নারজো এন৬৩ ফোনের বিক্রি শুরু দেশে, কী কী অফার রয়েছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।