Lava Phones: লাভা ব্লেজ এক্স ৫জি ফোন (Lava Blaze X 5G) লঞ্চ হয়েছে ভারতে। লাভা একটি ভারতীয় সংস্থা। তারা লঞ্চ করেছে সাধের মধ্যে দামে ৫জি ফোন। লাভা ব্লেজ এক্স ৫জি ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত কার্ভড AMOLED ডিসপ্লে। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট (Dual Rear Camera Unit) রয়েছে লাভা ব্লেজ এক্স ৫জি ফোনে। আর রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে রয়েছে লিথিয়াম পলিমার ব্যাটারি। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসরও রয়েছে ইউজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য। 


ভারতে লাভা ব্লেজেক্স ৫জি ফোনের দাম, কী কী রঙে লঞ্চ হয়েছে, কবে থেকে বিক্রি শুরু, কোথা থেকে কেনা যাবে, কী কী অফার রয়েছে- জানুন সবিস্তারে 


ভারতে লাভা ব্লেজ এক্স ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট, যার দাম ১৫,৯৯৯ টাকা। আর রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেল। তার দাম ১৬,৯৯৯ টাকা। স্টারলাইট পার্পল এবং টাইটেনিয়াম গ্রে- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ এক্স ফোন। লাভা ই-স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। ভারতে লাভা ব্লেজ এক্স ৫জি ফোনের বিক্রি শুরু হবে আগামী ২০ জুলাই থেকে। এই ফোনের তিনটি ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই লাভা সংস্থার তরফে ক্রেতারা ১০০০ টাকা ছাড় পাবেন। 


লাভা ব্লেজ এক্স ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে 



  • ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোন। পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪- র সাহায্যে। এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 

  • লাভা ব্লেজ এক্স ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে। ভার্চুয়াল ভাবে ফোনের র‍্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৬৪ মেগাপিক্সেলের সোনি সংস্থার প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর এবং ফ্রন্ট ফ্ল্যাশ। 


আরও পড়ুন- ২০ হাজার টাকার কমেই কেনা যাবে মোটোরোলার নতুন ৫জি ফোন, কী কী ফিচার রয়েছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।