Motorola Smartphones: ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা সংস্থার নতুন ৫জি ফোন (Motorola 5G Phone)। দাম রয়েছে ২০ হাজারের মধ্যেই। অর্থাৎ যাঁরা নতুন ৫জি ফোন কেনার পরিকল্পনা করছেন তাঁরা মোটোরোলার এই ফোন কেনার কথা ভাবতে পারেন। কারণ ২০ হাজার টাকার কমেই পেয়ে যাবে নতুন ঝকঝকে ৫জি ফোন। ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে মোটোরোলা সংস্থার 'জি' সিরিজের (Motorola G Series 5G Phone) ৫জি ফোন মোটো জি৮৫ (Moto G85 5G)। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপসেট। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। এছাড়াও এই ফোনে ৬.৬৭ ইঞ্চির একটি pOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর পাশাপাশি মোটো জি৮৫ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট যেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও মোটোরোলার এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 


ভারতে মোটো জি৮৫ ৫জি ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে লঞ্চ হয়েছে, কবে থেকে বিক্রি শুরু হবে এবং কী কী অফার রয়েছে- জেনে নিন সবিস্তারে 


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল, যার দাম ১৯,৯৯৯ টাকা। অলিভ গ্রিন, কোবাল্ট ব্লু এবং আরবান গ্রে- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৮৫ ৫জি ফোন। আগামী ১৬ জুলাই বেলা ১২টা থেকে ভারতে বিক্রি শুরু হবে মোটো জি৮৫ ৫জি ফোন। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। ক্রেতারা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট হিসেবে ১০০০ টাকা অথবা এক্সচেঞ্জ বোনাস হিসেবে ১০০০ টাকা পেতে পারেন। তার ফলে মোটো জি৮৫ ৫জি ফোনের বেস মডেলের দাম কমে হতে পারে ১৬,৯৯৯ টাকা। ৯ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অফারও পেতে পারেন ক্রেতারা। 


মোটো জি৮৫ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে 



  • ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে মোটো জি৮৫ ৫জি ফোনে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড Hello UI - এর সাহায্যে পরিচালিত হবে ফোনে। 

  • মোটো জি৮৫ ৫জি ফোনের ডিসপ্লেতে পাওয়া যাবে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। এটি একটি কার্ভড pOLED স্ক্রিন। 

  • এই ফোনের র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ২৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • মোটো জি৮৫ ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এছাড়াও রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।


আরও পড়ুন- ৩ ঘণ্টায় বিক্রি ১ লক্ষ ফোন! নাথিং-এর এই ফোনে এমন কী আছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।