নয়াদিল্লি: সাব-ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন। তাতেই বিপুল সাড়া। এমনই দাবি করা হয়েছে মোবাইল প্রস্তুতকারক সংস্থা নাথিং-এর (Nothing) তরফে। লন্ডন-ভিত্তিক মোবাইল প্রস্তুতকারক সংস্থা নাথিং শুক্রবার ঘোষণা করেছে যে তারা তাদের সাব ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন সিএমএফ ১ (CMF 1)-এর ১ লক্ষ ইউনিট বিক্রি করেছে। সংস্থার দাবি, বিভিন্ন চ্যানেলে মাত্র তিন ঘণ্টায় ১ লক্ষ ফোন বিক্রি হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে এই সাব ব্র্যান্ডের ফোন ভারতেই তৈরি করা হয়েছে। IANS-এর প্রতিবেদন অনুযায়ী, মোবাইল প্রস্তুতাকারক সংস্থা নাথিং একটি বিবৃতিতে জানিয়েছে সিএমএফ ১ (CMF 1)-এর অপ্রতিরোধ্য চাহিদা রয়েছে। এর অত্যাধুনিক প্রযুক্তি এবং দুরন্ত ডিজাইন রয়েছে যা নাথিং-এর (Nothing CMF Phone 1) সুনাম আরও দৃঢ় করবে। 


২টি ভ্যারিয়েন্টে এসেছে এই ফোন:
মোবাইল প্রস্তুতকারক সংস্থাটি ২টি ভ্যারিয়েন্ট এনেছে। এগুলির মধ্যে একটি 6GB+128GB এবং অন্যটি 8GB+128GB। দামও রয়েছে নাগালের মধ্যেই। ১৫৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে এই মডেলের ফোনের দাম (CMF Phone 1 Price)।


কী কী রয়েছে?
এই স্মার্টফোনটিতে একটি 50MP রিয়ার ক্যামেরা (rear camera) রয়েছে, একটি MediaTek Dimensity 7300 5G প্রসেসর রয়েছে, একটি 6.67-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে রয়েছে। ব্য়াটারি ব্যাকআপের দিকেও খেয়াল রেখেছে সংস্থা, রয়েছে একটি 5000 mAh ব্যাটারি। এর পাশাপাশি এই ফোনে রয়েছে একটি 16 MP সেলফি ক্যামেরা। এই ফোনের রিফ্রেশ রেট (Refresh Rate) 120 Hz, যা ফোনের ব্যবহার আনন্দদায়ক করবে বলে মনে করা হচ্ছে।


মোবাইল প্রস্তুতকারক সংস্থা নাথিং বলেছে যে ভারতে ডিভাইসটি তৈরি করার পিছনে সংস্থার একাধিক লক্ষ্য রয়েছে। স্থানীয় অর্থনীতিতে বিনিয়োগ করার সময় দেশের সমৃদ্ধ উৎপাদন ব্য়বস্থাকে কাজে লাগানো, দেশের মধ্যে প্রযুক্তিগত উদ্ভাবনকে উৎসাহিত করা এবং চাকরির সুযোগ তৈরি করা সেগুলির মধ্যে রয়েছে।


বিশ্বজনীন কৌশলের অংশ হিসেবে ভারতের বাজারকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা এবং 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের সঙ্গে খাপ খাওয়ানো সংস্থার লক্ষ্য বলে জানানো হয়েছে। এই মোবাইল ফোনটি উচ্চ মানের, স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য যা ভারতীয়দের পছন্দ হবে এবং চাহিদা পূরণ করবে বলে মনে করছে সংস্থা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'এবার কেন্দ্রের সরকার কিন্তু...', মুম্বই থেকে মমতার কথায় কীসের ইঙ্গিত?