Tecno Budget 5G Phone: ভারতে হাজির টেকনো পোভা কার্ভ ৫জি ফোন। এই ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ আল্টিমেট চিপসেট। ৬৪ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। এছাড়াও পাবেন ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। টেকনো পোভা কার্ভ ৫জি ফোন ৭.৪৫ মিলিমিটার পুরু। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। এছাড়াও রয়েছে দুটো র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনের মডেল। এই ফোন বাজেট সেগমেন্টের ৫জি মডেল। অর্থাৎ দাম আকশছোঁয়া নয়।
ভারতে টেকনো পোভা কার্ভ ৫জি ফোনের দাম কত
এই ফোনের দাম শুরু হচ্ছে, ১৫৯৯৯ টাকা থেকে। এই মডেলে রয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এক্সক্লুসিভ ভাবে ফ্লিপকার্ট থেকে এই ভ্যারিয়েন্ট কেনা যাবে। এছাড়াও টেকনো পোভা কার্ভ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলও রয়েছে, যার দাম ১৬,৯৯৯ টাকা। এই মডেল অনলাইনের পাশাপাশি কেনা যাবে অফলাইনেও। ৫ জুন থেকে টেকনো পোভা কার্ভ ৫জি ফোনের বিক্রি শুরু হতে চলেছে।
টেকনো পোভা কার্ভ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে, একনজরে দেখে নিন কেনার আগেই
- এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত একটি কার্ভ AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এর উপরে রয়েছে গোরিলা গ্লাস ৫ কোটিং। এই ফোনের অনবোর্ড ৮ জিবি র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে বাড়ানো যাএ ১৬ জিবি পর্যন্ত। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে এই র্যামের পরিমাণ বাড়ানো যাবে।
- এআই ফিচার যুক্ত ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। ৬৪ মেগাপিক্সেলের সোনি কোম্পানির মেন সেনসর রয়েছে এই ফোনে। ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসরও রয়েছে।
- এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট পাবেন। ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট রয়েছে এই ফোনে। শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ৪৫ মিনিটে। এই ফোন যথেষ্ট স্লিম ডিভাইস, মাত্র ৭.৪৫ মিলিমিটার পুরু।
- টেকনো পোভা কার্ভ ৫জি ফোনে Dolby Atmos সাপোর্ট যুক্ত স্টিরিও স্পিকার রয়েছে। এছাড়াও রয়েছে টেকনো সংস্থার নিজস্ব ভয়েস অ্যাসিসট্যান্ট Ella- র সাপোর্ট। এআই যুক্ত একাধিক ফিচারের সাপোর্ট রয়েছে এই ফোনে।