5G Network: আর মাত্র কিছু দিনের অপেক্ষা। চলতি মাসেই বাণিজ্যিকভাবে ৫জি পরিষেবা দেওয়ার ঘোষণা করেছে বেশকিছু কোম্পানি। এয়ারটেল, জিওর দাবি সত্যি হলে অগাস্টেই শুরু হয়ে যাবে দেশে ৫জির যাত্রা। সেই ক্ষেত্রে কত শতাংশ গ্রাহক ৫জি পরিষেবায় যেতে চাইবেন ? কারাই বা পুরোনো সার্ভিসে থাকতে চাইবেন জানেন ?
5G Service In India: কী বলছে ওকলার রিপোর্ট ?
সম্প্রতি গ্রাহকদের ৫জি পরিষেবা নিয়ে এমনই এক সমীক্ষা করেছে এক সংস্থা। যেখানে উঠে এসেছে বিস্তারিত রিপোর্ট। নেটওয়ার্ক ইন্টেলিজেন্স অ্যান্ড কানেক্টিভিটি ইনসাইট ওকলার রিপোর্ট বলছে, গ্রাহকরা যে কোম্পানির কাছ থেকে পরিষেবা নিচ্ছেন, সেই কোম্পানি ৫জিতে আপগ্রেড করা পর্যন্ত অপেক্ষা করবেন তাঁরা। ২০ শতাংশ ভারতীয় বলছে এই কথা।
5G Network: হ্যান্ডসেট না বদলেই নিতে পারবেন পরিষেবা ?
৮৯ শতাংশ গ্রাহক জানিয়েছেন, তাঁরা ভারতে 5G নেটওয়ার্কে আপগ্রেড করতে চান। ৪৮ শতাংশের মতে, পরিষেবা প্রদানকারী কোম্পানি ৫জিতে চলে গেলেই পরিষেবা বদলাবেন তাঁরা।১৪ শতাংশ জানিয়েছেন, 5G সক্ষম হ্যান্ডসেটে আপগ্রেড করার পরই পরিষেবা নেবেন তাঁরা। ৭ শতাংশ বলছে, বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার জন্য অপেক্ষা করবেন তাঁরা। যারা নতুন প্রযুক্তি সম্পর্কে নিশ্চিত নন, সম্ভবত ৫জি পরিষেবা কতটা আকর্ষণীয় দেখার জন্য অপেক্ষা করবেন সেই গ্রাহকরা।
5G Service In India: কত শতাংশ আপগ্রেড করতে চাননি ?
সমীক্ষায় মাত্র ২ শতাংশ বলেছেন, তারা 5G-তে আপগ্রেড করতে চান না। Ookla-র অ্যানালিস্ট জানিয়েছেন, যে অপারেটররা 5G স্পেকট্রাম অর্জন করেছে, তারা সবাই সবার প্রথমে 5G-র সঙ্গে বাজারে যাওয়ার ছুট শুরু করবেন। কিছু ইতিমধ্যে 5G আগামী কয়েক মাসের মধ্যে পরিষেবা দেওয়ার কথা বলেছেন।
এই সমীক্ষায় বেশিরভাগ গ্রাহকই জানিয়েছেন, ৫জি পরিষেবা আসার ফলে মোবাইল ইন্টারনেট সংযোগ আরও ভাল হবে, এ বিষয়ে তারা নিশ্চিত। উত্তরদাতাদের জানিয়েছেন, এতে তাদের ৭০ শতাংশ ভিডিও স্ট্রিমিংয়ের ব্যবহার বাড়াবে। 68 শতাংশ বলেছেন, তাদের মোবাইল গেমিংয়ের সময় আরও বাড়বে।
স্পেকট্রাম নিলামের পরে, ভারতী এয়ারটেল ইতিমধ্যেই এরিকসন, নোকিয়া ও স্যামসাংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। অগাস্টে 5G পরিষেবা দেওয়ার জন্য চুক্তি করেছে কোম্পানি। রিলায়েন্স জিও জানিয়েছে, স্বাধীনতা দিবসে "আজাদি কা অমৃত মহোৎসব" এর সময় ৫জি আনবে তারা।