5g Services: আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। অগাস্টেই দেশে শুরু হতে পারে 5G পরিষেবা। ফলে আরও দ্রুত গতির ইন্টারনেট পরিষেবার সাক্ষী থাকবে দেশ। চলতি বছরের শেষেই দেশের ২৫টি শহরে পৌঁছে যাবে 5G Mobile Network। 


5G Mobile Network: কয়েক মাসের প্রতীক্ষা
কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বছরের শেষ নাগাদ ২০-২৫টি শহরে ৫জি পরিষেবা পৌঁছে যাবে। এখানেই শেষ নয়, মন্ত্রীর ইঙ্গিত দিয়েছেন, নতুন পরিষেবা চালু হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে ডেটার দাম কম হবে। অগাস্ট-সেপ্টেম্বর থেকে শুরু হবে এই পরিষেবা। শোনা যাচ্ছে, দেশে অবাঞ্ছিত কলের সমস্যা দূর করতে শীঘ্রই ব্যবস্থা নিতে চলেছে সরকার। সেই ক্ষেত্রে কাজে লাগতে পারে গ্রাহকের KYC বিবরণ। এর মাধ্যমেই অবাঞ্ছিত কলারদের ধরে ফেলতে চাইছে সরকার। 


5G Network: দেশে কোথায় প্রথম 5G পরিষেবা ?
ভারতে এখনও এমন কিছু জায়গা রয়েছে যেখানে 4G সংযোগ সঠিকভাবে কাজ করে না। এরই মধ্যে দেশে ঢুকতে চলেছে 5G।  ভারতের 13 টি শহরে প্রথম 5G সংযোগ দেওয়া হতে পারে। যার মধ্যে রয়েছে, আমদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই,  দিল্লি,  গাঁধীনগর,  গুরুগ্রাম,  হায়দরাবাদ,  জামনগর,  কলকাতা , লখনউ,   মুম্বই,  পুনে।


তবে এখনও এটা স্পষ্ট নয় যে, কোন কোন টেলিকম অপারেটর প্রথম ভারতে বাণিজ্যিক 5G পরিষেবা শুরু করবে। তবে এদের মধ্যে Jio, Airtel ও Vi-র নাম সবার আগে আসতে পারে। জুলাইয়ের ২৬ তারিখ মিডিয়াম ফ্রিকোয়েনি বা মিড রেঞ্জের (3300 MHz) ও উচ্চ গতির (26 GHz) ফ্রিকোয়েন্সি ব্যান্ডগুলির নিলাম ডাকা হবে। সরকারের দাবি, ভারতে 5G পরিষেবা 4G-র থেকে প্রায় 10 গুণ বেশি গতি দেবে। ফলে আরও সহজ হবে ইন্টারনেটে কাজ।


আরও পড়ুন : 5G Services in India: কলকাতার নাম নেই ? এই ১৩ শহরে আগে 5G পরিষেবা