5G Network: অক্টোবরের প্রথম সপ্তাহেই ভারতে আসছে ৫জি (5G)। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। জানা গিয়েছে, উৎসবের মরশুমে ভারতে ৫জি পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের National Broadband Mission- এর তরফে ট্যুইট করে একথা ঘোষণা করা হয়েছে। এশিয়ার বৃহত্তম টেকনোলজি প্রদর্শনী India Mobile Congress- এ দেশের প্রথম ৫জি পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী। এশিয়ার বৃহত্তম টেলিকম, মিডিয়া এবং টেকনোলজি ফোরাম হল India Mobile Congress বা IMC। ভারত সরকারের Department of Telecommunications (DoT) এবং Cellular Operators Association of India (COAI)- এর যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানেই ভারতের প্রথম ৫জি পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের National Broadband Mission- এর তরফে ট্যুইট করে বলা হয়েছে ভারতের ডিজিটাল ট্রান্সফরমেশন এবং কানেক্টিভিটিকে একটি নতুন উচ্চতায় নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী ভারতে ৫জি পরিষেবার সূচনা করবেন।  


দেশের ৮০ শতাংশে যেন ৫জি পরিষেবা স্বল্প সময়ের মধ্যে চালু হয় সেই লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সরকারের তরফে। গত সপ্তাহেই একথা জানিয়েছিলেন কমিউনিকেশন, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিণী বৈষ্ণব। গত বুধবার শিল্প সংক্রান্ত একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মন্ত্রী বলেছেন যে, ভারতে ৫জি- র যাত্রা খুবই উত্তেজনাপূর্ণ হতে চলেছে। অনেক দেশে ৪০ থেকে ৫০ শতাংশ কভারেজের জন্যই অনেকটা সময় নিয়েছে। তবে ভারতে কম সময়ে বেশি পরিমাণ কভারেজের টার্গেট দেওয়া হয়েছে। আর এই লক্ষ্যমাত্রা পূরণে যে ভারত সফল হবে সে ব্যাপারে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় সরকার। 


বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতকে অর্থকরী দিক থেকে ব্যাপকভাবে লাভ এবং সুবিধা দেবে ৫জি প্রযুক্তি। ২০২৩ সাল থেকে ২০৪০ সালের মধ্যে ভারতীয় অর্থনীতিকে এই ৫জি পরিষেবা ৩৬.৪ ট্রিলিয়ন বা ৪৫৫ বিলিয়ন ডলারের বেনিফিট দেবে, সম্প্রতি মোবাইল নেটওয়ার্ক অপারেটরের প্রতিনিধিত্বকারী একটি গ্লোবাল ইন্ডাস্ট্রি সংস্থার রিপোর্টে এমনটাই বলা হয়েছে। ভারতে ৫জি পরিষেবা কবে চালু হবে তা নিয়ে বহুদিন ধরেই উন্মাদনা রয়েছে আমজনতার মধ্যে। ভারতে এই নতুন নেটওয়ার্ক যে ভালভাবেই বিস্তার হবে তেমনই অনুমান করা হচ্ছে।


ইতিমধ্যেই ভারতে বিভিন্ন ৫জি স্মার্টফোন লঞ্চ হয়েছে। একাধিক নামিদামি সংস্থা ভারতের বাজারে ৫জি ফোন লঞ্চ করেছে। শুধু তাই নয়, ৫জি নেটওয়ার্ক চালু করার ব্যাপারে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নেমেছে বিভিন্ন টেলিকম সংস্থা। এক্ষেত্রে তালিকায় রয়েছে রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া এবং ভারতী এয়ারটেল।


আরও পড়ুন- দ্বিতীয় দিনে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেল ২০২২, ফোনের সেরা অফারগুলো দেখে নিন