নাগপুর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs AUS 2nd T20I) ছয় উইকেটে জিতে সিরিজে সমতায় ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। চোট আঘাত সারিয়ে আট ওভারের ম্যাচে বহুদিন পর ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটান জসপ্রীত বুমরা (Japrit Bumrah)। অ্যারন ফিঞ্চকে নিখুঁত ইয়র্কারে বোল্ড করলেও, নিজের দুই ওভারে ২৩ রান খরচ করেন বুমরা। তবে ভারতীয় তারকার ফর্ম নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।


পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা নয়


চোট সারিয়ে বুমরা দলে ফেরাই খুশি রোহিত। ম্যাচ জিতে তিনি বলেন, 'পিঠের চোট কিন্তু দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। ও (বুমরা) দুই মাস পরে ভারতীয় দলে ফিরেছে। তাই ও কেমন বল করেছে না করেছে, সেই নিয়ে আমি খুব বেশি পর্যলোচনা করতে চাই না। আমাদের একটি গুরুত্বপূর্ণ উইকেট এনে দিয়েছে ও। দলগতভাবে এখনই ওর পারফরম্যান্স নিয়ে চর্চা করার খুব বেশি দরকার নেই। আমরা চাই আপাতত ও যেন মাঠে নেমে নিজের খেলাটা উপভোগ করে।' আরেক ফাস্ট বোলার হর্ষল পটেলও এদিন দুই ওভারে ৩২ রান খরচ করেন।


পরপর দুই ম্যাচে হর্ষলের এহেন পারফরম্যান্স নিয়েও কিন্তু সমালোচনা শুরু হয়েছে। তবে রোহিত কিন্তু হর্ষলের পাশেই দাঁড়াচ্ছেন। তাঁর দাবি অস্ট্রেলিয়ার ইনিংসের শেষের দিকে শিশির পড়তে শুরু করায় হর্ষলের বল নিয়ন্ত্রণ করতে সমস্যা হচ্ছিল। এর ফলেই তিনি বেশ কয়েকটি ফুলটস বল করে বসেন। প্রসঙ্গত, দলের হয়ে ব্য়াটে নেমেই ছয় ও চার মেরে দলকে ম্যাচ জেতান দীনেশ কার্তিক। ফিনিশার হিসাবে নিজের ভূমিকা পালনে সফল হলেও, জয়ের জন্য কার্তিক কিন্তু পুরো কৃতিত্বটাই রোহিতকেই দিচ্ছেন।


রোহিতকে বাহবা


ম্যাচে অপরাজিত ৪৬ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন রোহিতই। কার্তিক বলেন, 'আমি মাত্র দুইটি বল খেলেছিলাম, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু নতুন বলে বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে ওমন শট খেলা সত্যিই অভাবনীয়। রোহিতকে কেন বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটার বলা হয় তা আরও একবার প্রমাণ করল ও।' প্রসঙ্গত, রবিবার হায়দরাবাদে সিরিজ জয়ের উদ্দেশ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আবারও মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। 


আরও পড়ুন: বুমরার নিখুঁত ইয়র্কারে বোল্ড হয়ে ভারতীয় তারকাকে বাহবা দিলেন ফিঞ্চ, ভাইরাল হল ছবি