5G Network: চলতি বছরেই দেশের বিভিন্ন শহরে শুরু হয়ে যাবে ৫জি পরিষেবা। অক্টোবরের মধ্যেই দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক পরিষেবার সাক্ষী থাকবে দেশ। তেমনই জানিয়েছেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।


5G telecom services: কী বললেন মন্ত্রী ?
এদিন তিনি বলেন, '' স্পেকট্রাম নিলাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কয়েক দিনের মধ্যেই আমরা নিলাম বরাদ্দের কাজ শেষ করব। আমরা আশা করছি, অক্টোবরে 5G পরিষেবার কাজ শুরু হবে। আগামী এক বছরের মধ্যে আমাদের দেশে 5G পরিষেবা ছড়িয়ে পড়বে।''বিনিয়োগকারীদের শীর্ষ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।এই বলেই অবশ্য থেমে থাকেননি কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, বিশ্বে 5G পরিষেবা এখনও সেইভাবে গতি পায়নি। অন্যান্য খরচ নিয়ন্ত্রণে থাকায় বাকিদের তুলনায় দ্রুত ভারতে 5G পরিষেবা সম্ভব হবে।


5G Spectrum Auction: সাত দিনের 5G স্পেকট্রাম নিলামে মোট চারটি টেলিকম কোম্পানি ১,৫০,১৭৩ কোটি টাকার স্পেকট্রামের জন্য বিড করেছে। যার মধ্যে একাই রিলায়েন্স জিওর শেয়ার ৫৯ শতাংশের কাছাকাছি। রিলায়েন্স জিও ৮৮,০৭৮ কোটি টাকার 5G স্পেকট্রামের জন্য বিড করেছে। পরিসংখ্যান বলছে, নিলামে Reliance Jio ৭০০ মেগাহার্টজের স্পেকট্রামের জন্য সব মিলিয়ে ২২টি সার্কেলে শীর্ষ দরদাতা হয়েছে৷ Jio মোট ২৪,৭৪০ মেগাহার্টজ স্পেকট্রাম অধিগ্রহণ করেছে। ভারতী এয়ারটেল ১৯,৮৬৭ মেগাহার্টজ স্পেকট্রামের জন্য ৪৩,০৮৪ কোটি টাকার বিড করেছে। Vodafone Idea ১৮,৭৯৯ কোটি টাকার 5G স্পেকট্রামের জন্য বিড করেছে। আদানি গ্রুপের আদানি ডেটা নেটওয়ার্কস 5G স্পেকট্রামের ৪০০ মেগাহার্টজের জন্য ২১২ কোটি টাকার বিড করেছে।


Reliance jio: নিলামের বিষয়ে টেলিকম মন্ত্রী জানিয়েছেন, সরকার যে 5G স্পেকট্রাম দিয়েছে তার মধ্যে ৭১ শতাংশ স্পেকট্রাম বিক্রি হয়েছে। সরকার ব্লকে ৭২.০৯৮ মেগাহার্টজ স্পেকট্রাম রেখেছিল, যার মধ্যে ৫১,২৩৬ মেগাহার্টজ স্পেকট্রাম বিক্রি হয়েছে ও মোট ১,৫০,১৭৩ কোটি টাকার বিড করা হয়েছে। আগামী ১০ অগাস্টের মধ্যে স্পেকট্রাম বরাদ্দ শেষ হবে। যে পরিমাণ স্পেকট্রাম কেনা হয়েছে, তা দিয়ে সারা দেশে 5G মোবাইল পরিষেবা চালু করা যেতে পারে।