Google: গুগল থেকে টাকা পাবেন আপনি। ২০০৬ থেকে ২০১৩ সালের মধ্যে যদি আপনি গুগল ব্যবহার করে থাকেন এবং সার্চ রেজাল্টে (Search Result) ক্লিক করে থাকেন তাহলে গুগলের কাছ থেকে টাকা দাবি করতে পারবেন আপনি। কিন্তু কেন? একটি মামলার মাধ্যমে জানা গিয়েছে, গুগল কর্তৃপক্ষ ইউজারদের সার্চ হিস্ট্রি (Search History) তাঁদের অনুমতি না নিয়েই থার্ড পার্টি ওয়েবসাইটে শেয়ার করেছে। এর ফলে ইউজারদের সঙ্গে গোটা বিষয়টির মীমাংসা স্বরূপ টাকা দিতে হবে গুগল কর্তৃপক্ষকে। তবে এই সব দাবি বা অভিযোগ উড়িয়ে দিয়েছে গুগল সংস্থা। টেক জায়ান্টের তরফে জানানো হয়েছে ইউজারদের কোনও তথ্য কোথাও শেয়ার করা হয়নি।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৩ মিলিয়ন মার্কিন ডলার যা তারা দিতে রাজি হয়েছে সেটা কোনও ত্রুটির কারণে ক্ষতিপূরণবাবদ দেওয়া টাকা নয় বরং মামলা নিষ্পত্তি করার জন্যই এই টাকা দিতে রাজি হয়েছে সংস্থা। তাই উক্ত উল্লিখিত সময়সীমার মধ্যে যদি আপনি গুগল সার্চ করে থাকেন তাহলে এই ২৩ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে কিছু অংশ আপনি পেতে পারেন।
কারা পেতে পারেন এই টাকা
যেসব ইউজার ২৬ অক্টোবর ২০০৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৩-র মধ্যে গুগল সার্চ ব্যবহার করেছেন এবং সেখান থেকে প্রাপ্ত সার্চ রেজাল্টে ক্লিক করেছেন, তাঁরা এই টাকা দাবি করতে পারবেন। এইসব ইউজারদের বলা হবে সেটেলমেন্ট ক্লাস মেম্বার। ৩১ জুলাই পর্যন্ত সময় পাবেন ইউজাররা। এই সময়সীমার মধ্যে টাকা দাবি করতে পারবেন তাঁরা।
এক একজন ইউজার কত টাকা পেতে পারেন
বলা হচ্ছে, গুগলের কাছে দাবি করে একজন ইউজার ৭.৭০ মার্কিন ডলার পেতে পারেন, ভারতীয় মুদ্রায় যার মূল্য ৬৩০ টাকা। এখনও এই নিষ্পত্তি মামলা চূড়ান্ত হয়নি। শুনানি ১২ অক্টোবরে নির্ধারিত করা হয়েছে। অর্থাৎ এখনও কয়েক মাস দেরি রয়েছে। সেই সময়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কীভাবে টাকার জন্য দাবি জানানো যাবে
প্রথমে ইউজারদের refererheadersettlement.com ওয়েবসাইটে যেতে হবে। এরপর এই সাইটের Exclusion Form পেজে ক্লিক করতে হবে। এখানে রেজিস্টার করলে ইউজাররা একটি Class Member ID পাবেন। ইমেল আইডিতে এই Class Member ID আসবে। রেজিস্ট্রেশন ফর্মে যে ইমেল আইডি দেবেন সেখানেই আসবে এই তথ্য। এরপর ইউজারদের যেতে হবে Submit Claim পেজে। এখানে Class Member ID-র জন্য যাবতীয় তথ্য পূরণ করতে হবে। এরপর এই ফর্ম জমা দিয়ে টাকা দাবি করতে পারবেন ইউজাররা।
আরও পড়ুন- স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস