এমনিতে টেক মার্কেটে 2 in 1 ল্যাপটপের অভাব ছিল না। দেশের বাজারে নিজেদের কনভারটেবহল ল্যাপটপের বিক্রি বাড়াতে নতুন রাস্তায় হাঁটল Acer।  ভারতের বাজারে প্রথম 5G ল্যাপটপ Acer Spin 7 আনল কোম্পানি।



মোবাইলের মার্কেটে 5G ফোনের শুরুটা হয়েছিল অনেকদিন আগেই। এবার সেই রাস্তায় হাঁটল ল্যাপটপের বাজার। স্ন্যাপড্রাগন 8cx সেকেন্ডজেনারেশেনর হাত ধরে এসেছে এই নতুন ল্যাপটপ। আপাতত Acer-এর অনলাইন স্টোর ছাড়াও কিছু রিটেল স্টোরে পাওয়া যাবে Spin7। কোম্পানির প্রিমিয়াম এন্ডের এই ল্যাপটপের দাম রাখা হয়েছে ১,৩৪,৯৯৯ টাকা।

১৪ ইঞ্চির এই ল্যাপটপে রয়েছে ৩৬০ ডিগ্রির একটি হিঞ্জ।যার মাধ্যমে সহজেই ল্যাপটপ থেকে ট্যাবলেটে বদলে নেওয়া যায় সিস্টেম। টাচ স্ক্রিন থাকায় সহজেই গ্রাফিক্যাল ডকুমেন্টস দেখে নেওয়া যায় জুম করে। এছাড়াও নোটপ্যাডে লেখার জন্য দেওয়া হয়েছে একটি পেন। যা দিয়ে সহজেই
লেখা বা আঁকার কাজ করা যাবে।

তবে এতকিছু থাকা সত্ত্বেও বেশ হাল্কা এই নতুন ল্যাপটপ। সব মিলিয়ে Acer Spin 7-এর ওজন ১.৪ কেজি। বডি রেসিও বলছে, ১৫.৯এমএম থিন এই প্রিমিয়াম ক্যাটিগরির ল্যাপটপ। ম্যাগনেশিয়াম ও অ্যালুমিনাম দিয়েই তৈরি হয়েছে এই ল্যাপটপের চেসিস। Acer-এর নতুন এই ল্যাপটপে রয়েছে Windows 10 Pro অপারেটিং সিস্টেম। যা বিল্ট ইন ডেটা সুরক্ষিত রাখবে সিস্টেমের। কোনও কারণে ল্যাপটপ চুরি বা হারিয়ে গেলে বিজনেস বা ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার কোনও ভয় নেই।

সবথেকে বড় ধামাকা এই ল্যাপটপের ব্যাটারি। কোম্পানি দাবি করছে, ৫৬ ওয়াটের এই ব্যাটারিতে এক চার্জে ল্যাপটপ চলবে ২৯ ঘণ্টা। এমনিতে সাধারণ ল্যাপটপে ৬-৭ সাত ঘণ্টার বেশি চার্জ থাকে না। ইতিমধ্যেই বাজারে তাদের ল্যাপটপ ফ্লেক্স এনেছে লেনোভো। তবে এটা তাদের মিড রেঞ্জ ক্যাটিগরির ল্যাপটপ। কনভারটেবল ল্যাপটপে পিছিয়ে নেই এইচপি। তাদেরও মার্কেটে রয়েছে 2 in 1 ল্যাপটপ।

টেক ব্লগারদের মতে, মোবাইলের মতো 5G ল্যাপটপেও উৎসাহ দেখাবেন ক্রেতারা। 5G ফোন ল্যাপটপ বাজারে আসায় নেটওয়ার্ক কোম্পানিগুলির ওপরও একটা চাপ সৃষ্টি হবে। তারাও সরকারের অনুমতি নিয়ে বাজার ধরতে 5G ব্যান্ডের দিকে ঝুঁকবেন।