কলকাতা: ভারতীয় সফটওয়্যার নির্মাতা Zoho- এর তৈরি একাধিক অ্যাপ বর্তমানে বিশ্বব্যাপী টেক জায়ান্টদের তৈরি একাধিক অ্যাপের সঙ্গে টক্কর দিচ্ছে। সম্প্রতি, জোহোর আরাত্তাই (Arattai) অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপকে সরিয়ে অ্যাপ স্টোরের শীর্ষে জায়গা করে নিয়েছে।                         

এবার Ulaa ব্রাউজার নামে একটি নতুন Zoho অ্যাপ এসেছে যা অ্যাপ স্টোরের র‍্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে। টেক বিশেষজ্ঞদের মত Arattai কে জনসাধারণের জন্য WhatsApp এর বিকল্প হিসেবে আনা হয়েছে। অন্যদিকে, Ulaa ব্রাউজারটি Android এবং iOS এ Google Chrome এর বিকল্প হিসেবে আনা হয়েছে।                    

Google Chrome এবং Apple এর Safari-এর সঙ্গে প্রতিযোগিতায় ইতিমধ্যেই টক্কর দিচ্ছে এই অ্যাপ্লিকেশনটি। এই ব্রাউজারটি অ্যান্ড্রয়েড, iOS, Windows, Mac এবং Linux-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলিতেও পাওয়া যাচ্ছে। এর সবচেয়ে বড়ো ইউএসপি হল এর উন্নত সুরক্ষা ও ডেটা নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি। Ulaa গুগল ক্রোমের মতোই ক্রোমিয়ামের উপর তৈরি, নতুন ব্রাউজারটি ব্যবহারকারীর ডেটা সংগ্রহ বা থার্ড পার্টিকে অনুমতি ছাড়া ডেটা হস্তান্তর করে না।

Zoho-এর তরফে একটি ব্লগপোস্টে বলা হয়েছে, ব্রাউজিং অভিজ্ঞতাকে আরও স্বচ্ছ এবং নিরাপদ করার জন্য Ulaa ব্রাউজারটিতে বিল্ট-ইন অ্যাড ব্লকার এবং ট্র্যাকারও আছে। এছাড়াও নতুন ব্রাউজারটিতে বিভিন্ন প্রোফাইল মোডও রয়েছে: ওয়ার্ক, পার্সোনাল, কিডস, ডেভেলপার, ওপেন সিজন। ওয়ার্ক মোডটি এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য তৈরি, যেখানে ডেভেলপার মোডটি পেশাদার ওয়েব ডেভেলপার এবং পরীক্ষকদের জন্য এবং পার্সোনাল মোডটি সাধারণ ব্যবহারকারীদের জন্য তৈরি।                           

বর্তমানে গোটা পৃথিবীর প্রায় প্রতিটি মোবাইল ফোন ব্যবহারকারী সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে নির্ভর করে গুগল ক্রোমের উপর। তবে 'আত্মনির্ভর ভারত' এর প্রেক্ষাপটে ভারতকে ‘ডিজিটাল স্বাধীনতা’ দিতে ভারতীয়দের জন্য ভারতীয় ওয়েব ব্রাউসার বা সার্চ ইঞ্জিন তৈরিতে জোর দিয়েছিল কেন্দ্র। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে আয়োজিত ভারতীয় ওয়েব ব্রাউসার ডেভেলপমেন্ট প্রতিযোগিতায় জোহো কর্পোরেশন জয়ী ঘোষিত হয়েছিল।                          

এই Ulaa ব্রাউজারে এআই চালিত ইউনিফাইড সার্চ সিস্টেমও আছে। যা ব্যবহারকারীদের প্রতিবার ম্যানুয়ালি সাইন ইন না করেই যেকোনো জোহো অ্যাপ্লিকেশনে নিরাপদে সাইন ইন করতে দেয়।