Disney Plus: গত বছর অর্থাৎ ২০২৩ সালে পাসওয়ার্ড শেয়ারিংয়ের (Password Sharing) ক্ষেত্রে কড়াকড়ি করেছিল নেটফ্লিক্স (Netflix)। এবার সেই পথেই হাঁটতে চলেছে ডিজনি প্লাস (Disney Plus)। নেটফ্লিক্স নিয়ম করেছে একজন ইউজার তার হাউজহোল্ড অর্থাৎ বাড়ির বাইরে নিজের ওটিটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন না। অর্থাৎ আগে যেমন কয়েকজন বন্ধু মিলে পাসওয়ার্ড শেয়ার করে নেটফ্লিক্সের কনটেন্ট দেখতেন, সেই সুযোগ এখন আর নেই। আগামী কয়েক মাসের মধ্যেই ডিজনি প্লাসের ক্ষেত্রেও পাসওয়ার্ড শেয়ারিংয়ে কড়া নিয়ম করতে চলেছে কর্তৃপক্ষ। ডিজনির চিফ ফিনান্সিয়াল Hugh Johnston জানিয়েছেন। ডিজনি প্লাস অ্যাকাউন্টের ক্ষেত্রে অনৈতিক শেয়ারিংয়ের সন্দেহ দেখা দিয়েছে। অনেকক্ষেত্রে এমন হচ্ছে যে একজন ইউজার অন্যের অ্যাকাউন্ট থেকে সাইন আপ করছেন। ২০২৪ সাল অর্থাৎ এই বছর মার্চ মাস থেকেই ইউজারদের পাসওয়ার্ড শেয়ার করার ব্যাপারে রেস্ট্রিক্ট করতে শুরু করবে ডিজনি প্লাস কর্তৃপক্ষ। 


তবে অন্য একটি ব্যবস্থাও চালু করতে চলেছে ডিজনি প্লাস। শোনা যাচ্ছে, অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য একটি নতুন প্ল্যান চালু করবে তারা। সেখানে অতিরিক্ত টাকা দিলে ভিন্ন বাড়ি বা হাইজহোল্ডে থাকা ইউজারদের নিজের অ্যাকাউন্টে যুক্ত করার সুযোগ পাবেন একজন ইউজার। অনেকটা নেটফ্লিক্সের মতোই। একই ভাবে অতিরিক্ত টাকার বিনিয়ে (খুব বেশি নয়) একটি হাউজহোল্ডের বাইরের ইউজারদের অ্যাকাউন্টে ঢোকার অনুমতি দেয় নেটফ্লিক্স কর্তৃপক্ষ। তবে এই সুবিধা সর্বত্র চালু নেই। বর্তমানে বাড়ির বাইরের সদস্যকে নেটফ্লিক্স অ্যাকাউন্টে যুক্ত করতে চাইলে ইউজারদের মাসে দিতে হয় ৭.৯৯ ডলার।


ডিজনি প্লাস কর্তৃপক্ষ অবশ্য এখনও টাকার পরিমাণ অর্থাৎ অতিরিক্ত কত টাকা নেবে সেই ব্যাপারে কিছু ঘোষণা করেনি। তবে এই প্ল্যান লঞ্চ করার ব্যাপারে খুবই উচ্ছ্বসিত ডিজনি প্লাস কর্তৃপক্ষ। Hugh Johnston- এর কথায়, 'আমাদের কনটেন্টগুলি দুর্দান্ত। তাই আমরা চাই যত বেশি সংখ্যক মানুষ এগুলি উপভোগ করুন। এই প্ল্যান চালু করে আমরা নিজেদের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়াতে চাই।' এই নতুন ফিচারকে 'পেইড শেয়ারিং' বলা হচ্ছে। এই সুবিধার মাধ্যমে প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিতে পারবে তারা, এমনটাই জানাচ্ছে সংস্থা। এর মাধ্যমে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ানোর ব্যাপারে আশাবাদী ডিজনি প্লাস সংস্থা। মার্চ মাস থেকে ডিজনি প্লাসের পাসওয়ার্ড শেয়ারিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম এবং সুবিধা চালু হয়ে গেলে আগামী দিনে ইতিবাচক প্রভাব দেখতে পাবে বলে মনে করছে ডিজনি সংস্থা। 


আরও পড়ুন- নতুন ফোন কিনবেন ভাবছেন? মোটো জি২৪ পাওয়ার- এর বিক্রি শুরু হচ্ছে, দেখে নিন দাম-অফার