Motorola Smartphone: মোটোরোলা (Motorola) সংস্থার নতুন ফোন মোটো জি২৪ পাওয়ার (Moto G24 Power) কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে। আজ ৮ ফেব্রুয়ারি থেকে এই ফোনের (Smartphone) বিক্রি শুরু হচ্ছে দেশে। এখানে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট, ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে মোটো জি২৪ পাওয়ার ফোনে। এবার দেখে নেওয়া যাক ভারতে মোটো জি২৪ পাওয়ার ফোনের দাম এবং বিভিন্ন অফার। সেই সঙ্গে এও জেনে নেওয়া প্রয়োজন কোথা থেকে এই ফোন কিনবেন। 


ভারতে মোটো জি২৪ ফোনের দাম, বিভিন্ন অফার এবং কোথা থেকে ফোন কিনবেন


এই ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। মোটো জি২৪ পাওয়ার ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। পুরনো ফোনের পরিবর্তে এই ফোন কিনলে এক্সচেজ অফার হিসেবে ৭৫০ টাকা ফ্ল্যাট এক্সচেঞ্জ পাবেন ক্রেতারা। তার ফলে দু'টি ভ্যারিয়েন্টের দাম কমে হবে যথাক্রমে ৮২৪৯ টাকা এবং ৯২৪৯ টাকা। এর পাশাপাশি মোটোরোলা সংস্থা ৪৫০০ টাকা জিও প্রি-পেড প্ল্যান মাত্র ৩৯৯ টাকায় কেনার সুযোগ দিচ্ছে। এর অফারের সঙ্গে থাকছে ক্যাশব্যাক পাওয়ার সুযোগ। ২০০০ টাকা এবং ২৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ইউজাররা। ইঙ্ক ব্লু এবং গ্লেসিয়ার ব্লু- এই দুই রঙে মোটো জি২৪ পাওয়ার ফোন কেনা যাবে। 


মোটো জি৩৪ পাওয়ার ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ফোন তৈরি হয়েছে পলিকার্বোনেট উপকরণ দিয়ে। ৬.৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই ফোনে। পাওয়া যাবে এইচডি প্লাস রেজোলিউশন। এটী একটি এলসিডি স্ক্রিন যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ডিসপ্লের উপর পাঞ্চ হোল কাট আউটে সাজানো রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। Android 14 OS out of the box- এর সাপোর্টে পরিচালিত হবে ফোন। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এখানে যুক্ত রয়েছে মোটোরোলার কোয়াড পিক্সেল টেকনোলজি। তার সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ভিশন লেন্স। এর সাহায্যে ক্লোজআপ শট ভাল ভাবে তোলা যাবে। মোটো জি২৪ পাওয়ার ফোনে 1080p ভিডিও শুটিং করা যাবে রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরা সেনসরে। 

  • এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি ইন্ট্রাওনাল স্টোরেজ যুক্ত রয়েছে। র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব র‍্যাম বুস্ট ফিচারের সাহায্যে। আর মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে ইন্টারনাল স্টোরেজের পরিমাণ। 

  • এক বছরের জন্য অপারেটিং সফটওয়্যার আপডেট এবং তিন বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবেন ইউজাররা। ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এই ফোনে ৩৩ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট রয়েছে। ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়ে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব। এছাড়াও রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এই ফোনে Dolby Atmos প্রযুক্তি যুক্ত স্টিরিও স্পিকার রয়েছে। এই ফোন একটি ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। ফলে ধুলো এবং জলের ঝাপটায় সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা কম। 


আরও পড়ুন- ভারতে আইকিউওও নিও ৯ প্রো ফোনের দাম কত হতে পারে? আনুষ্ঠানিক লঞ্চের আগে মিলল আভাস