Air India Jobs: বিপুল সংখ্যক বিমান অর্ডারের পর কর্মী নিয়োগে জোর দিচ্ছে টাটা গ্রুপের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া (Air India)। আসন্ন নতুন বিমানের কথা মাথায় রেখে কোম্পানি পাইলট ও অন্যান্য কর্মীদের নিয়োগ (Air India Pilot Hiring)শুরু করেছে। রিপোর্ট বলছে, কোম্পানির আকর্ষণীয় কিছু পোস্টের জন্য কোম্পানিটি বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত প্যাকেজ অফার করছে (Air India Pilot Package)।
Air India Pilot Hiring: এই কারণে আরও কর্মী প্রয়োজন
এয়ার ইন্ডিয়ার বর্তমানে ১১৩টি বিমান রয়েছে, যেখানে প্রায় ১৪০টি বিমান পরিচালনা করার কর্মী ক্ষমতা রয়েছে কোম্পানির কাছে। এখন সংস্থাটি বোয়িং ও এয়ারবাস থেকে ৪৭০ টি নতুন বিমানের অর্ডার দিয়েছে। নতুন এয়ারক্রাফটের ক্ষেত্রে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্ডার। এর মধ্যে এয়ারবাস থেকে ২৫০টি বিমান অর্ডার করা হয়েছে। পাশপাশি বোয়িং থেকে ২২০টি প্লেন অর্ডার করেছে কোম্পানি। এই নতুন বিমনগুলির জন্য এয়ার ইন্ডিয়ার আরও কর্মী প্রয়োজন।
Air India Pilot Package: এই প্যাকেজ অফার করেছে কোম্পানি
সংবাদমাধ্য়মের রিপোর্ট বলছে,কোম্পানি নতুন পদের জন্য বার্ষিক ২ কোটি টাকারও বেশি প্যাকেজ দিতে প্রস্তুত। এই আকর্ষণীয় প্যাকেজ অফারটি বোয়িং B777 এয়ারক্রাফ্টের ক্যাপ্টেন পদের জন্য দেবে কোম্পানি। কোম্পানির দেওয়া বেতন ব্রেকআপ অনুযায়ী, B777 বিমানের ক্যাপ্টেন পদের জন্য প্রতি মাসে ২১ হাজার ডলার অফার করছে। ভারতীয় মুদ্রায় এটি বার্ষিক ২.০৮ কোটি টাকার সমান।
Air India Update: দক্ষ পাইলট পেতেই এই বিপুল বেতন
শিল্প বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ পাইলটের অভাবে এত বড় প্যাকেজ দিচ্ছে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটে শুধু পাইলট নয়, আরও অনেক পদের জন্য নিয়োগ বেরিয়েছে। এর মধ্যে রয়েছে কেবিন ক্রু মেম্বার, গ্রাউন্ড স্টাফ, নিরাপত্তা ও অন্যান্য প্রযুক্তিগত পদ।
Air India Pilot Hiring: এয়ার ইন্ডিয়া এই চুক্তি করেছে
এয়ার ইন্ডিয়া গত মঙ্গলবার ৪৭০ টি নতুন বিমান কেনার ঘোষণা করেছে। যে কারণে এয়ার ইন্ডিয়ার কাছে বিমানের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে। বর্তমানে, ভারতীয় বিমান সংস্থাগুলির মধ্যে ইন্ডিগো বিমানের সংখ্যার শীর্ষে রয়েছে, তবে এই চুক্তি শেষ হওয়ার পরে এয়ার ইন্ডিয়া বিমেনের সংখ্যায় অনেকটাই এগিয়ে যাবে। শোনা যাচ্ছে, বিমান নির্মাতা বোয়িং ও এয়ারবাসের সঙ্গে চুক্তিতে নতুন করে ৩৭০টি বিমান অন্তর্ভুক্ত হয়েছে। যার অর্থ ৪৭০টি বিমান কেনার পর এয়ার ইন্ডিয়াও একই হারে ৩৭০টি অতিরিক্ত বিমান কিনতে পারে।