জিওর ৩৯৫ টাকার প্ল্যান ৮৪ দিনের জন্য। অন্যদিকে এয়ারটেলের এই প্ল্যান মাত্র ৫৬ দিনের জন্য। তবে একই সঙ্গে প্ল্যানটিতে রয়েছে কিছু অ্যাডিশনাল বেনিফিট অর্থাৎ অতিরিক্ত সুবিধা। এবার এয়ারটেলের এই প্ল্যানের ভ্যালিডিটি অর্থাৎ বৈধতা বাড়তে চলেছে। জিওর সঙ্গে টক্কর দিতে এয়ারটেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিচ্ছে বলে মনে করা হচ্ছে। এবার থেকে ৩৯৫ টাকার এই প্ল্যান (Airtel 395 Plan) ৫৬ দিনের বদলে ৭০ দিন পাওয়া যাবে। প্ল্য়ানটির সঙ্গে যুক্ত সমস্ত সুযোগ সুবিধা একই থাকবে বলে জানিয়েছে সংস্থা।


কী কী পরিষেবা থাকবে এয়ারটেলের ৩৯৫ টাকার প্ল্যানে (Airtel 395 Plan Benefits) ?


ছয় জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল (Airtel 395 plan details)। এর সঙ্গে ৬০০টি এসএমএস। আনলিমিটেড কল ও সঙ্গে এসটিডি কল। ৭০ দিনের জন্য অতিরিক্ত সুবিধা হিসেবে পাওয়া যাবে অ্যাপোলো ২৪*৭ সার্কল, ফ্রি হ্যালো টিউনস ও উইঙ্ক মিউজিক। 


জিওর সঙ্গে কোথায় টক্কর ?


জিওর ৩৯৫ টাকার প্ল্যান (Jio 395 Plan) মোট ৮৪ দিনের জন্য বৈধ। কিন্তু অন্যদিকে এয়ারটেলের প্ল্যান মাত্র ৫৬ দিন। সেই দিক থেকেই টক্কর দিতে ১৪ দিন প্ল্যানের বৈধতা বাড়িয়ে দিল এয়ারটেল। তবে দিনসংখ্যার নিরিখে এখনও এয়ারটেল জিওর থেকে পিছনেই। কারণ জিও ৮৪ দিনের জন্য এই প্ল্যানে পরিষেবা দেয়।


আর কোনখানে পিছিয়ে এয়ারটেল ?


শুধু দিনসংখ্যার নিরিখে পিছিয়ে নেই এয়ারটেল। নেটওয়ার্ক স্পিডের নিরিখেও আপাতত পিছিয়ে আছে জিওর এই প্রতিদ্বন্দ্বী। বর্তমানে ৩৯৫ টাকার প্ল্যানে জিও ৫জি স্পিডে ইন্টারনেট দিচ্ছে। সেখানে এয়ারটেলের নেট স্পিড ৪জি। ৫জির জন্য এখনও এই প্ল্যানটি সক্রিয় করা হয়নি। 


জিওর ৩৯৫ টাকার প্ল্যানে (Jio 395 plan details) কী কী সুবিধা রয়েছে ?


জিওর ৩৯৫ টাকার প্ল্যানে (Jio 395 Plan Benefits) আনলিমিটেড ৫জি ডেটা রয়েছে। পাশাপাশি ৬ জিবি ইন্টারনেট থাকছে। থাকছে ১০০০টা এসএমএস ৮৪ দিনের জন্য। এর সঙ্গে যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল। জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউডের সাবস্ক্রিপশনও পাওয়া যাবে এই প্ল্যানে। তবে জিও সিনেমা সাবস্ক্রিপশনে জিও সিনেমা প্রিমিয়াম সংস্করণটি পাওয়া যাবে না।


আরও পড়ুন - Oppo Smartphones: ওয়াশিং মেশিনে ফোন কাচা হলেও থাকবে একদম ঠিক ! ওপ্পোর নতুন ৫জি ফোনে আর কী কী চমক রয়েছে ?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।