নিউ ইয়র্ক: তাঁর সঙ্গে তামিম ইকবালের (Tamim Iqbal) ঝামেলা নিয়ে ওয়ান ডে বিশ্বকাপের সময় তোলপাড় পড়ে গিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন প্রকাশ্যে বলেছিলেন, তামিমের সঙ্গে বাক্যালাপ নেই শাকিব আল হাসানের (Shakib Al Hasan)। তামিম যদিও জানিয়েছিলেন যে, তাঁর সঙ্গে শাকিবের সম্পর্কের কোনও নেতিবাচক প্রভাব দলের ওপর পড়েনি, কিন্তু শাকিব এ নিয়ে নীরবই থেকেছেন।


এবার এ নিয়ে প্রতিক্রিয়া দিলেন শাকিব। বাংলাদেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে একটি তথ্যচিত্রে শাকিব বলেছেন, 'পাপন ভাই তামিম ও আমার সম্পর্ক নিয়ে মুখ খোলার পরই এ নিয়ে অনেক জলঘোলা হয়। তার থেকেই এই পরিস্থিতি। আমার মনে হয় কিছু মানুষ এই ব্যাপারটা জিইয়ে রাখতে চান। বাংলাদেশের ক্রিকেট নিয়ে না ভেবে আমাদের ঝামেলা নিয়েই পড়ে থাকতে চান।'


শাকিব এরপর বলেন, 'বেশ কিছুদিন ধরে আমার সঙ্গে তামিমের প্রচুর কথা হয় না। তবে আমাদের বাক্যালাপ বন্ধ, বিষয়টা মোটেও তা নয়। একটা সময় ছিল যখন আমরা সারাক্ষণ একসঙ্গে থাকতাম। সেই সময় এখন নেই। এটাই তো স্বাভাবিক। আমার বিয়ে হয়ে গিয়েছে। ওরও তাই। আমরা আলাদা আলাদা জায়গায় থাকি। নিজেদের মধ্যে খুব কম সময় পাই। আগে একই আবাসনের আলাদা তলে থাকতাম আমরা। এখন সেই নৈকট্য নেই। দুজনেরই পারিবারিক জীবন আলাদা। ব্যস্ত সূচির জন্য আমাদের সম্পর্কের রসায়নও পাল্টেছে।' যোগ করেছেন, 'পরে মাঠে যখন দেখা হয়, খেলি একসঙ্গে, প্রয়োজন মতো কথা বলি। খুব বেশি কথা বলতেই হবে, এমন ব্যাপার নেই।'


 






তামিমের সঙ্গে দূরত্ব মেটানোর জন্য বাড়তি কোনও উদ্যোগ নেওয়া দরকার বলেও মনে করেন না শাকিব। বলেছেন, 'তামিমের সঙ্গে সম্পর্ক ভাল ও খারাপ করে তোলার ব্যাপার তো কিছু নেই। আমরা একসঙ্গে না খেললে ও ড্রেসিংরুম ভাগাভাগি না করলে এমন কিছু হয়নি যাতে দলের ক্ষতি হয়। আমরা কথা বলি বা না বলি, মাঠে বা ড্রেসিংরুমে কোনও সমস্যা হয়নি।'


আরও পড়ুন: ফের গ্রুপ থেকে বিদায়? কোন অঙ্কে সুপার এইটের দরজা খুলতে পারে পাকিস্তানের?