Airtel 5G Plus: ভারতে এখন 5G যুগ, এয়ারটেল 5G Plus আপনার জন্য কতটা জরুরি?

Airtel 5G Plus News: এয়ারটেল 5G Plus-এর পরিষেবা দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীতে শুরু হয়েছে।

Continues below advertisement

ভারতে শুরু 5G Plus যুগ: আপনার জন্য কী কী সুবিধা এনেছে এয়ারটেল পয়লা অক্টোবর ভারতে 5G Plus পরিষেবা সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই সূত্র ধরেই ভারতে 5G Plus পরিষেবা চালু করেছে টেলিকম সংস্থা এয়ারটেল। তাদের এই নতুন প্ল্যানের নাম এয়ারটেল 5G Plus। অনেকদিন ধরেই 5G Plus প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে এয়ারটেল কর্তৃপক্ষ। আর তাই গ্রাহকদের জন্য সেরা 5G Plus পরিষেবা নিয়ে হাজির হয়েছে এই টেলিকম সংস্থা। এয়ারটেলের তরফে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীতে 5G Plus সার্ভিস চালু করা হয়েছে। এবার দেশের অন্যান্য শহরে এয়ারটেল 5G Plus পরিষেবার বিস্তার করবে সংস্থা। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে দেশের অন্যান্য শহুরে এলাকায় এয়ারটেলের 5G Plus সার্ভিস চালু হবে বলে অনুমান করা হচ্ছে। আপনার শহরে এয়ারটেল 5G Plus পরিষেবা রয়েছে কিনা তা জানার জন্য সাহায্য নিতে পারেন এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের। 

Continues below advertisement

এয়ারটেল 5G Plus প্ল্যানের ব্যাপারে গ্রাহকরা কেন উৎসাহিত হবেন

এয়ারটেল কর্তৃপক্ষ জানিয়েছে যে 5G Plus প্ল্যানের মাধ্যমে বর্তমানের তুলনায় (অর্থাৎ 4G পরিষেবায় যা পাওয়া যায়) ২০ থেকে ৩০ গুণ বেশি ইন্টারনেট স্পিড পাবেন গ্রাহকরা। এর মাধ্যমে বড় সাইজের ফাইল অনায়াসেই ডাউনলোড করতে পারবেন ইউজাররা। এছাড়াও বিভিন্ন হেভি অ্যাপ্লিকেশন (আকার-আয়তনে বড় বিষয়) চোখের নিমেষে ডাউনলোড হয়ে যাবে। এর পাশাপাশি এয়ারটেল 5G Plus-র মাধ্যমে হাই কোয়ালিটি বা ভারী গুণমানের ভিডিও, ক্লাউড গেমিং এবং ক্লাউডের মাধ্যমে কনটেন্ট স্ট্রিমিং করার ক্ষেত্রে পুরো ব্যাপারটা যথেষ্ট সহজ-সাবলীল হবে।

এর সঙ্গে এয়ারটেল কর্তৃপক্ষ আবার সব 5G Plus স্মার্টফোনে উন্নত মানের ভয়েস পরিষেবা দেওয়ার দাবিও করেছে। এয়ারটেলের 5G Plus পরিষেবা পেতে হলে কোনও আলাদা সিম লাগবে না। প্রয়োজন নেই আলাদা ডেটা প্ল্যানেরও। 4G সিমের ডেটা প্ল্যানের মাধ্যমেই এয়ারটেল 5G Plus পরিষেবা পাওয়া যাবে। বর্তমানে এভাবেই পরিষেবা প্রদান করা হচ্ছে। 

শুধু স্পিড নয়, এয়ারটেল 5G Plus অন্যান্য অনেক কারণেই জনপ্রিয় হতে পারে। গ্রাহকদের সবচেয়ে ভাল 5G Plus পরিষেবা প্রদানের জন্য একটি বিশেষ প্রযুক্তি বেছে নিয়েছে এয়ারটেল কর্তৃপক্ষ। তাই গ্রাহক কোন 5G Plus ফোন ব্যবহার করছেন তা খুব একটা গুরুত্বপূর্ণ। সব 5G Plus ফোনেই গ্রাহকরা বাধা-বিপত্তি ছাড়াই এয়ারটেলের 5G Plus পরিষেবা পাবেন। আর এই 5G Plus সার্ভিস স্বাস্থ্য থেকে কৃষি, পরিকাঠামো, যাতায়াত সব ক্ষেত্রেই ব্যবহার করা হবে। এইসব ক্ষেত্র অগ্রসর হলে অর্থাৎ এইসব ক্ষেত্রের কাজে গতি বাড়লে ভারতের অর্থনীতি চাঙ্গা হবে।

এয়ারটেলের 5G Plus পরিষেবা লঞ্চ প্রসঙ্গে সংস্থার CEO গোপাল বিট্টল জানিয়েছেন যে বিগত ২৭ বছর ধরে এয়ারটেল ভারতের টেলিকম বিপ্লবের অগ্রভাগে রয়েছে। আজ আমাদের যাত্রায় আরেকটি ধাপ যুক্ত হয়েছে। গ্রাহকদের সবচেয়ে ভাল 5G Plus পরিষেবা দেওয়ার জন্য উন্নত পদ্ধতি তৈরি করছে তারা। এর পাশাপাশি ভারতী এয়ারটেলের CEO জানিয়েছেন, তাঁদের পদক্ষেপ যাই হোক না কেন, গ্রাহকই সবচেয়ে দামি। তাই আমাদের 'Airtel 5G Plus' যেকোন 5G হ্যান্ডসেট এবং গ্রাহকদের কাছে উপলব্ধ সিমে কাজ করবে। যে সিম গ্রাহকদের কাছে রয়েছে সেখানেই পাওয়া যাবে 5G Plus পরিষেবা। পরিবেশের স্বার্থ মাথায় রেখেই আজ পরিবে এই সার্ভিস। এয়ারটেল 5G Plus আগামী দিনে আমআদমির দৈনন্দিন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য (কাজ করা, সংযোগ স্থাপন, খেলা, সংবাদ সংগ্রহ) একদম প্রস্তুত রয়েছে। এয়ারটেল 5G Plus লঞ্চের মাধ্যমে এই টেলিকম সংস্থা 5G Plus প্রযুক্তির দুনিয়ায় অগ্রগতি লাভ করেছে। এর আগেও উল্লিখিত ক্ষেত্রে বেশ কিছু রেকর্ড গড়েছে এয়ারটেল কর্তৃপক্ষ। সাফল্যের নিরিখেও এগিয়ে রয়েছে এই টেলিকম সংস্থা। এর আগেও বেশ কয়েকবার টেলিকমিউনিকেশন বিভাগের টেস্ট নেটওয়ার্কে এয়ারটেলের 5G Plus টেস্টিং করা হয়েছে।

কয়েকমাস আগে এয়ারটেল সংস্থা একটি নিজস্ব টেস্টিং পদ্ধতি চালু করেছিল। ভারতে এই জাতীয় কাজ শুরু করার ব্যাপারে এয়ারটেল ছিল প্রথম টেলিকম কোম্পানি। হায়দারাবাদে এয়ারটেল সংস্থা তাদের প্রথম লাইভ 5G Plus নেটওয়ার্ক চালু করেছিল। এর পাশাপাশি অ্যাপোলো হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে দেশের প্রথম 5G Plus কানেক্টিভিটি যুক্ত অ্যাম্বুল্যান্সও চালু করেছে এয়ারটেল কর্তৃপক্ষ।

5G Plus-র সাহায্যে যে বিনোদনও অন্য মাত্রা পাবে সেই নিদর্শনও দেখিয়েছে এয়ারটেল কর্তৃপক্ষ। ভারতীয় ক্রিকেটের আইকন কপিল দেবের প্রথম হলোগ্রাম 5G Plus পরিষেবা মাধ্যমে লাইভ দেখানো হয়েছে। একটি 5G Plus স্মার্টফোনের মাধ্যমে ১৯৮৩ সালের বিশ্বকাপে কপিল দেবের ১৭৫ রানের ইনিংসও দেখানো হয়েছে।

আরও পড়ুন: 5G in India: আগামী বছর মার্চের মধ্যে ভারতের ২০০-র বেশি শহরে ৫জি চালুর পরিকল্পনা, সুবিধা পাবে ওড়িশাও

কীভাবে এয়ারটেল 5G Plus প্লাসের সুবিধা পাবেন গ্রাহকরা

বর্তমানে গ্রাহকরা যে 4G সিম ব্যবহার করছেন তার মাধ্যমেও পাওয়া যাবে 5G Plus পরিষেবা। যদি আপনি দেখতে চান যে আপনার স্মার্টফোনে এয়ারটেল 5G Plus পরিষেবা পাওয়া যাবে কিনা, তাহলে চেক করতে পারবেন এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে গিয়ে। নতুন ফোন কেনার পরিকল্পনায় থাকলে অবশ্যই দেখে নিন যে সেই ফোনে 5G Plus নেটওয়ার্ক সাপোর্ট করবে কিনা। ব্যস আর চিন্তা কী। অংশগ্রহণ করুন ভারতের আগামী প্রযুক্তিগত বিপ্লবে।

Continues below advertisement
Sponsored Links by Taboola