Airtel 5G: রিলায়েন্স জিও-র (Jio) পর ভারতে ইতিমধ্যেই ৫জি (5G) পরিষেবা চালু করেছে ভারতী এয়ারটেল (Airtel 5G)। মোট ৮টি শহরে ৫জি নেটওয়ার্ক লঞ্চ করেছে এই টেলিকম সংস্থা। তালিকায় রয়েছে- দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসী। সবচেয়ে অবাক করে দেওয়া বিষয় হল এয়ারটেলের ৫জি পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকদের ৪জি প্ল্যানের মতোই টাকা দিতে হবে। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে, ইউজারদের যে সিম রয়েছে সেখানেই ৫জি পরিষেবা পাবেন তাঁরা। আলাদা করে কোনও সিম নেওয়ার প্রয়োজন নেই। ভারতী এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও গোপাল ভিত্তল একটি বিবৃতিতে একথা জানিয়েছেন। জিও-র মতোই পয়লা অক্টোবর থেকে নির্দিহশট ৮টি শহরে ৫জি পরিষেবা চালু হয়েছে। জানা গিয়েছে, এয়ারটেলের ইউজাররা নিজেদের এলাকাতেই (এই শহরগুলিতে) ৫জি নেটওয়ার্ক পাবেন। যদি দেখা যায় ৫জি পরিষেবা অতিরিক্ত ডেটা খরচ করিয়ে দিচ্ছে তাহলে পুনরায় ৪জি পরিষেবায় ফেরার সুযোগ পাবেন তাঁরা।  


বর্তমানে ভারতের বাজারে উপলব্ধ অ্যাপেল, স্যামসাং, শাওমি, ভিভো, ওপ্পো, রিয়েলমি এবং ওয়ানপ্লাস ফোনের সঙ্গে এয়ারটেল ৫জি প্লাস সার্ভিস পাওয়া সম্ভব। অর্থাৎ এই ফোনগুলি ৫জি নেটওয়ার্ক ব্যবহার করার জন্য উপযুক্ত। স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজ, স্যামসাং গ্যালাক্সি এম৩২, আইফোন ১২ সিরিজ, রিয়েলমি ৮এস ৫জি, রিয়েলমি এক্স৭ সিরিজ, রিয়েলমি নারজো সিরিজ, ভিভো এক্স৫০ এবং ভিভো-র সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার ফোনেও এই সুবিধা পাওয়া যাবে। এছাড়াও তালিকায় রয়েছে ওয়ানপ্লাস রেনো ৫ প্রো ৫জি, ওয়ানপ্লাস ৮ স্মার্টফোনও। মোবাইল সাবস্ক্রাইবাররা ৫জি নেটওয়ার্কে ৬০০ এমবিপিএস স্পিডে নেট পরিষেবা পাবেন লঞ্চের শুরুর পর্যায়ে।


বর্তমানে এয়ারটেল ইউজাররা যে স্পিডে ইন্টারনেট পরিষেবা পেয়ে থাকেন, ৫জি প্লাস সার্ভিসে তার থেকে অন্তত ৩০ গুণ বেশি স্পিডে ইন্টারনেট পরিষেবা পাবেন গ্রাহকরা। এর পাশাপাশি সাবস্ক্রাইবাররা ভয়েস কলিংয়ের ক্ষেত্রেও দুর্দান্ত পরিষেবা পাবেন বলে দাবি করেছে এয়ারটেল কর্তৃপক্ষ। তবে এয়ারটেল তাদের ৫জি পরিষেবার জন্য নতুন করে কোনও প্ল্যান লঞ্চ করেনি। ৪জি নেটওয়ার্কের প্ল্যান অনুসারেই ৫জি সার্ভিসও পাবেন ইউজাররা। খরচও একই থাকতে চলেছে বলে জানা গিয়েছে। রিলায়েন্স জিও-র তরফেও অক্টোবরেই ভারতে ৫জি সার্ভিস চালু হয়েছে। ৫ অক্টোবর থেকে দিল্লি, মুম্বই, কলকাতা এবং বারাণসী- এই চার শহরে চালু হয়েছে জিও-র ৫জি সার্ভিস। গ্রাহকদের জন্য জিও ৫জি ওয়েলকাম অফার চালু করা হয়েছে।


আরও পড়ুন- ভারতে আইফোন ১৪ প্লাসের বিক্রি শুরু হয়েছে, দাম কত?