Airtel 5G: আইফোন (iPhone) ছাড়া সমস্ত ৫জি ফোনে ৫জি (5G Service) পরিষেবা চালু করতে চলেছে ভারতী এয়ারটেল (Airtel)। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার গোপাল ভিত্তল জানিয়েছেন, নভেম্বর মাস অর্থাৎ চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই আইফোন ছাড়া বাকি সমস্ত ৫জি ফোনে ৫জি সার্ভিস চালু করবে এয়ারটেল কর্তৃপক্ষ। টেলিকম সংস্থার সিইও আরও জানিয়েছেন যে, অ্যাপেল কর্তৃপক্ষ সফটওয়্যার আপডেট রিলিজ করবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। আর সমস্ত আইফোনে এয়ারটেলের ৫জি পরিষেবা চালু হয়ে যাবে ডিসেম্বর মাসের মাঝামাঝি সমস্যের মধ্যে। ভারতে এয়ারটেলের ৫জি সার্ভিস পাওয়া যাবে ৪জি পরিষেবার খরচে। তবে এয়ারটেল ৫জি পেতে হলে গ্রাহকদের ঠিক কত টাকা দিতে হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। শোনা গিয়েছে, আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে এয়ারটেল কর্তৃপক্ষ তাদের নেক্সট জেনারেশন সার্ভিসের খরচ সম্পর্কে জানাবে।


ভারতে এয়ারটেল ছাড়াও জিও কর্তৃপক্ষ ইতিমধ্যেই ৫জি পরিষেবা চালু করেছে। প্রাথমিক পর্যায়ে চলেছে পরীক্ষা নিরীক্ষা। তারপর সার্ভিস চালু করেছিল জিও। অক্টোবর মাসের শুরুর দিকে রিলায়েন্স জিও ৫জি পরিষেবার বিটা ট্রায়াল শুরু করেছিল। মুম্বই, কলকাতা, বারাণসী এবং দিল্লিতে শুরু হয়েছিল এই ট্রায়াল। তারপর দীপাবলির ঠিক আগেই রাজস্থানের রাজসামান্দের শ্রীনাথজির মন্দির থেকে হাই-স্পিডের এই সার্ভিসের সূচনা করেছেন জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি। চলতি বছরেই ভারতের বিভিন্ন বড় শহরে যেমন- দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইতে ৫জি পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে রিলায়েন্স জিও গোষ্ঠীর। এর পাশাপাশি আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে ভারতের প্রতিটি কোণায় ৫জি পরিষেবা পৌঁছে দিতে চায় রিলায়েন্স জিও সংস্থা। 


এয়ারটেলের ক্ষেত্রে বর্তমানে গ্রাহকরা যে সিম ব্যবহার করেন, সেখানেই পাওয়া যাবে ৫জি পরিষেবা। এয়ারটেলের তরফে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীতে ৫জি সার্ভিস চালু করা হয়েছে। ৫জি পরিষেবার মাধ্যমে এক সেকেন্ডে সর্বোচ্চ ডেটা ট্রান্সফার স্পিড পাওয়া যাবে ২০জিবিপিএস পর্যন্ত। এছাড়াও এয়ারটেল ৫জি- র মাধ্যমে ৩০৬এমবিপিএস ডাউনলোড স্পিড এবং ২৫.৪এমবিপিএস আপলোড স্পিড পাওয়া যাবে। এয়ারটেল এবং জিও-র তরফে ৫জি সার্ভিস ভারতে চালু হলেও ভোডাফোন-ইন্ডিয়ার তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে এই টেলিকম সংস্থাও খুব তাড়াতাড়িই ভারতে ৫জি পরিষেবা চালু করবে বলে অনুমান করা হচ্ছে। 


আরও পড়ুন- গুগলে সার্চ করে কাস্টমার কেয়ারের নম্বর নিচ্ছেন ? চরম মূল্য চোকাতে হতে পারে আপনাকে