Instagram Reels: ছবি এবং ভিডিও শেয়ারের জন্য বিশ্বজুড়ে এখন জনপ্রিয় ইনস্টাগ্রাম (Instagram)। আর এই সোশ্যাল মিডিয়া (Social Media) মাধ্যমের সবচেয়ে জনপ্রিয় বিষয় হল ইনস্টাগ্রাম রিলস (Instagram Reels)। তরুণ প্রজন্মের বেশিরভাগই আজকাল মেতে থাকেন ইনস্টাগ্রাম রিলসে। এবার তাই এই রিলস সংক্রান্তই নতুন ফিচার আনতে চলেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ইনস্টাগ্রামে আপলোড হওয়া যেকোনও ১৫ মিনিটের কম ভিডিও রিল হিসেবে শেয়ার করা যাবে। খুব তাড়াতাড়ি এই নতুন পরিবর্তন ইনস্টাগ্রামে দেখা যাবে বলেও জানা গিয়েছে। তবে অন্যান্য ভিডিওর থেকে বিশেষ কিছু নিয়ম চালু হচ্ছে না। সেগুলো রেগুলার ভিডিও হিসেবেই আপলোড করা হবে। একটি ব্লগপোস্টে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, তারা চায় বেশি সংখ্যক ইউজার তাদের সৃজনশীল সত্ত্বা শেয়ার করুক। আর তাই অনেক নতুন ফিচার যুক্ত করা হচ্ছে ইনস্টাগ্রাম রিলসে। ফোন থেকেই সরাসরি ভিডিও ক্যাপচার করে বা তুলে নিয়ে তা এডিট এবং শেয়ার করতে পারবেন ইউজাররা।
টিকটকের সঙ্গে বরাবরই ইনস্টাগ্রাম রিলসের প্রতিযোগিতা রয়েছে। আর এক্ষেত্রে ইনস্টাগ্রামের রিলস টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দেওয়ার মূল অস্ত্র। বিগত কয়েক বছর ধরেই জনপ্রিয় হয়েছে ইনস্টাগ্রামের রিলস। আর তার ফলেই ইনস্টাগ্রামের এই ফিচারে নতুন নতুন আপডেটও এসেছে। এবার ফের একটি নতুন আপডেট তথা ফিচার জুড়তে চালেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। ১৫ মিনিটের কম মেয়াদের যেকোনও ভিডিও ইনস্টাগ্রামে রিলস হিসেবে আপলোড করা যাবে।
ইনস্টাগ্রামের মতোই ফেসবুকেরও পেরেন্ট অর্গানাইজেশন বা মূল সংস্থা মেটা। সম্প্রতি তাদের আরও একটি সোশ্যাল মিডিয়া মাধ্যম হোয়াটসঅ্যাপেও নতুন ফিচার আপডেট করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য হামেশাই হোয়াটসঅ্যাপে নতুন ফিচার যুক্ত করা হয়। এবার যে নতুন ফিচার যুক্ত হয়েছে সেখানে বলা হয়েছে যে ইউজাররা তাদের হোয়াটসঅ্যাপ চ্যাটের ডেটা অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে এবং আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে স্থানান্তর করতে পারবেন। এর পাশাপাশি বলা হয়েছে এবার থেকে হোয়াটসঅ্যাপে অডিও বার্তা ভয়েস নোটও শেয়ার করতে পারবেন ইউজাররা।