Whatsapp Features: বেশ কয়েকমাস পরীক্ষা নিরীক্ষার পর হোয়ায়টসঅ্যাপ (Whatsapp) একটি বহু প্রতীক্ষিত ফিচার (Whatsapp Features) লঞ্চ করেছে। এবার থেকে ইউজাররা তাঁদের পুরনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন (Android Smartphone) থেকে নতুন আইফোনে (iPhone) চ্যাট ডেটা (Chat Data Transfer) স্থানান্তর করতে পারবেন। উল্টোটাও সম্ভব। গত মাসে প্রথমবার এই ফিচারের কথা ঘোষণা করেছিলেন হোয়ায়টসঅ্যাপের মূল সংস্থা মেটা (Meta)- র অধিকর্তা মার্ক জুকেরবার্গ। এবার ট্যুইটারে একটি পোস্ট করে তিনিই নিশ্চিত করেছেন যে এই ফিচার লঞ্চ হয়ে গিয়েছে। বিশ্বের সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজাররা এই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন।
অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে ডেটা স্থানান্তরের জন্য কী কী প্রয়োজনীয়
১। এক্ষেত্রে সবার আগে দেখা দরকার অ্যান্ড্রয়েড ফোনে যেন অ্যান্ড্রয়েড ৫ বা তার থেকে বেশি ভার্সান থাকে।
২। ঠিক একই ভাবে আইফোনে যেন আইওএস ১৫.৫ বা তার থেকে বেশি ভার্সান থাকে।
৩। অ্যান্ড্রয়েড ফোনে Move to iOS অ্যাপ ইনস্টল থাকতে হবে।
৪।আইফোনে হোয়াটসঅ্যাপ আইওএস ভার্সান ২.২২.১০.৭০ বা তার থেকে আপডেটেড ভার্সান ইনস্টল থাকতে হবে।
৫। আপনার অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ভার্সান ২.২২.৭.৭৪ বা তার থেকে বেশি ভার্সান ইনস্টল থাকতে হবে।
৬। এছাড়াও আইফোনে factory new অথবা reset to factory- এই সেটিংস থাকতে হবে।
৭। একই ওয়াই-ফাই কানেকশনে এবং একই পাওয়ার সোর্সে সংযুক্ত থাকতে হবে আপনার অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোন।
এবার দেখে নিন পদ্ধতি
স্টেপ ১- আপনার অ্যান্ড্রয়েড ফোনে Move to iOS অ্যাপ খুলুন এবং স্ক্রিনে যেরকম নির্দেশ আসবে সেগুলো অনুসরণ করুন।
স্টেপ ২- এর ফলে আপনার আইফোনে একটি কোড দেখা যাবে। এই কোড আপনার অ্যান্ড্রয়েড ফোনে এন্টার করতে হবে।
স্টেপ ৩- এবার কন্টিনিউ অপশনে ক্লিক করে, স্ক্রিনে কমান্ড অনুসরণ করুন।
স্টেপ ৪- এরপর ট্রান্সফার ডেটা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করুন বা বেছে নিন।
স্টেপ ৫- এবার আপনার অ্যান্ড্রয়েড ফোনে স্টার্ট বাটনে ট্যাপ করুন এবং ডেটা স্থানান্তরের আগে তা তৈরি হওয়ার জন্য অপেক্ষা করুন।
স্টেপ ৬- ডেটা তৈরি হয়ে গেলে আপনি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে সাইন আউট হয়ে যাবেন।
স্টেপ ৭- এবার নেক্সট বাটনে ট্যাপ করলে আপনি Move to iOS অ্যাপে ফিরে আসবেন।
স্টেপ ৮- এবার কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে ডেটা স্থানান্তরের জন্য অপেক্ষা করুন। Move to iOS অ্যাপ যতক্ষণ না নিশ্চিত করছে যে ডেটা স্থানান্তর হয়েছে ততক্ষণ অপেক্ষা করুন।
স্টেপ ৯- ডেটা স্থানান্তরের কনফার্মেশন মেসেজ পেলে আইফোনে হোয়াটসঅ্যাপে লগ-ইন করুন পুরনো নম্বর ব্যবহার করে।
স্টেপ ১০- এরপর স্টার্ট বাটন স্ক্রিনে দেখতে পেলে তা ট্যাপ করে পুরো পদ্ধতি সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করুন।
এরপর নিয়ম অনুসারেই আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে হোয়াটসঅ্যাপ ডেটা স্থানান্তর হয়ে যাবে আইফোনে।
আরও পড়ুন- অ্যাপ ডিলিট না করে কীভাবে হোয়াটসঅ্যাপ থেকে 'উধাও' হবেন? শিখে নিন সহজ ট্রিকস