Smart TV: আজকাল শুধু স্মার্টফোন (Smartphones) নয়, আশপাশের অনেক কিছুই যা নিত্যপ্রয়োজনীয়, সেগুলির পরিষেবা স্মার্ট ডিভাইসের (Smart Devices) মাধ্যমেই নিতে পছন্দ করি আমরা। তেমনই একটি ডিভাইস হল স্মার্ট টিভি (Smart TV)। আজকাল অনেকের বাড়িতেই স্মার্ট টিভি থাকে। অ্যামাজনে বর্তমানে ৫৫ ইঞ্চির (55 Inches Smart TV) বেশ কয়েকটি স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে লঞ্চের সময়ের তুলনায় অনেকটাই কম দামে। এই তালিকায় কোন কোন সংস্থার স্মার্ট টিভি রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। 


এলজি (৫৫ ইঞ্চির) 4K Ultra HD Smart LED TV


ঝাঁচকচকে রেজোলিউশনের ডিসপ্লে রয়েছে এই স্মার্ট টিভিতে। ইউজাররা দুর্দান্ত ভিউয়িং এক্সপিরিয়েন্স পাবেন। শুধু ছবি দেখা নয়, দুর্দান্ত সাউন্ড কোয়ালিটিও রয়েছে এই স্মার্ট টিভিতে। এলজি সংস্থা ৫৫ ইঞ্চির এই স্মার্ট টিভিতে থাকা 4K Ultra HD ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ। পরিষ্কার ছবি দেখা যাবে এই স্মার্ট টিভিতে। এই স্মার্ট টিভির সঙ্গে রয়েছে ইন-বিল্ট ওয়াই-ফাই ৩, এইচডিএমআই পোর্ট, ব্লুটুথ ৫.০, eARC, অপটিকাল এবং ইথারনেট অপশন। এগুলির মাধ্যমে আপনার স্মার্ট টিভিতে সহজেই সংযুক্ত করা যাবে আপনার স্মার্টফোন। অডিও সাপোর্টের জন্য এই টিভিতে রয়েছে একটি ২০ ওয়াটের আউটপুট যুক্ত ২.০ Ch speaker। এই স্পিকারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত সাউন্ড (ভার্চুয়াল সাউন্ড ৫.১) অর্থাৎ উন্নত অডিও এক্সপিরিয়েন্স পাবেন গ্রাহকরা। এলজি- র এই স্মার্ট টিভি পরিচালিত হবে webOS Smart TV- এর সাপোর্টে, সঙ্গে থাকছে AI ThinQ, এছাড়াও ইউজাররা এই টিভিতে অ্যাপেল এয়ার প্লে ২ এবং হোমকিট ব্যবহার করতে পারবে। এর সাহায্যে আইওএস ডিভাইস থেকে কনটেন্ট স্ট্রিম করা যাবে স্মার্ট টিভিতে। এর পাশাপাশি ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট সিরি- র সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে টিভি। স্লিম ডিজাইনের এই টিভিতে ১.৫ জিবি র‍্যাম এবং ৮ জিবি স্টোরেজ রয়েছে। লঞ্চের সময় এই LG 4K Smart LED TV- র দাম ছিল ৭১,৯৯০ টাকা। তবে এখন তা কমে হয়েছে ৪৩,৯৯০ টাকা। 


স্যামসাং Crystal iSmart 4K Ultra HD Smart LED TV (৫৫ ইঞ্চি)


এই স্মার্ট টিভি- র লঞ্চের সময় দাম ছিল ৬৪,৯৯০ টাকা। তবে এখন তা অ্যামাজন থেকে কেনা যাবে ৪১,৯৯০ টাকায়। স্যামসাংয়ের এই স্মার্ট টিভিতে ৫০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে একটি crystal processor 4K যা দুর্দান্ত ছবি এবং রঙ উপহার দেবে ইউজারদের। আপনি আপনার ডিভাইস স্মার্ট টিভির সঙ্গে সংযুক্ত করতে পারবেন তিনটি HDMI পোর্ট, একটি ইউএসবি পোর্ট, ইথারনেট, ওয়াই-ফাই এবং ব্লুটুথের মাধ্যমে। ২০ ওয়াটের আউটপুট স্পিকার রয়েছে এই স্মার্ট টিভির সঙ্গে যেখানে OTS Lite, Adaptive Sound এবং Dual Audio সাপোর্ট রয়েছে যা ভাল আওয়াজের অভিজ্ঞতা পেতে সাহায্য করবে গ্রাহকদের। এই স্মার্ট টিভিতে রয়েছে মোবাইল ক্যামেরা সাপোর্ট। 


সোনি ব্রাভিয়া (৫৫ ইঞ্চি) 4K Ultra HD Smart LED Google TV


লঞ্চের সময় সোনি ব্রাভিয়ার এই স্মার্ট টিভির দাম ছিল ৯৯,৯০০ টাকা। তবে এখন অ্যামাজন থেকে কেনা যাবে ৫২,৪৯০ টাকায়। এই স্মার্ট টিভিতে 4K Ultra HD রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং ১৭৮ ডিগ্রি ওয়াই ভিউ অ্যাঙ্গেল রয়েছে। এই গুগল টিভিতে ক্রোমকাস্টের মাধ্যমে ইউজার ট্যাবলেট থেকেও কনটেন্ট স্ট্রিম করতে পারবেন। অ্যালেক্সার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে টিভি। দেখা যাবে একগুচ্ছ ওটিটি মাধ্যম। 


আরও পড়ুন- দাম কমেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনের, এখন কত টাকায় কেনা যাবে?