OnePlus Smartphone: ওয়ানপ্লাসের ফোন অনেকেই পছন্দ করেন। যদি এই মুহূর্তে ওয়ানপ্লাসের ফোন কেনার পরিকল্পনা থাকে, তাহলে কিনতে পারেন ওয়ানপ্লাস নর্ড সিরিজের একটি ফোন। সেটি হল ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি (OnePlus Nord CE 3 Lite 5G)। এই ফোনের দাম কমেছে। লঞ্চের সময় যে দামে ভারতের বাজারে এসেছিল এই ফোন এখন তার থেকে বেশ কিছুটা কম দামে এই ৫জি ফোন (5G Phone) কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon) থেকে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনের দাম কমে এখন কত টাকা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এক্ষেত্রে যুক্ত রয়েছে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার। 


ওয়ানপ্লাস নর্ড সি ৩ লাইট ৫জি ফোন এখন অ্যামাজন থেকে কেনা যাবে ১৭,৯৯৯ টাকায়


এই ফোন লঞ্চের সময় দাম শুরু হয়েছিল ১৯,৯৯৯ টাকা থেকে। তবে এখন ১৭,৯৯৯ টাকায় কেনা যাবে অ্যামাজ থেকে। অর্থাৎ ২০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট রয়েছে। এর সঙ্গে অতিরিক্ত ১৩৫০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। নির্দিষ্ট ব্যাঙ্কের গ্রাহকদের ক্ষেত্রে এই ছাড় থাকবে। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার পাওয়ার সুবিধা। সেখানে ১৬,৯৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। আপনি যে ডিভাইস এক্সচেঞ্জ করতে চলেছে তা কী অবস্থায় রয়েছে তার উপরে নির্ভর করছে ছাড়ের পরিমাণ। 


প্যাস্টেল লাইম এবং ক্রোম্যাটিক গ্রে- এই দুই রঙে কেনা যাবে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোন। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে, যার দাম ১৯,৯৯৯ টাকা। এর আসল দাম লঞ্চের সময় ছিল ২১,৯৯৯ টাকা। গতবছর এপ্রিল মাসে ওয়ানপ্লাসের এই ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল। 


ওয়ানপ্লাস নর্ড সিই৩ লাইট ৫জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার



  • ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১২ এবং OxygenOS 13.1- এর সাহায্যে পরিচালিত হবে ফোন। দুটো OxygenOS আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই ফোনে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন। 

  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • এই ফোনের স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। ডুয়াল স্টিরিও স্পিকারের সঙ্গে এই ফোনে রয়েছে নয়েজ ক্যানসেলেশন ফিচারও।

  • জানা গিয়েছে, ওয়ানপ্লাস নর্ড সিই৩ লাইট ৫জি ফোনে শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে মাত্র ৩০ মিনিট। একবার চার্জ দিলে সারাদিন ভালভাবেই এই ফোন ব্যবহার করা যাবে বলে দাবি করেছে ওয়ানপ্লাস সংস্থা। 

  • এই ফোনে রয়েছে একটি ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। 


আরও পড়ুন- আইফোন ১২- র মতো ক্যামেরা মডিউল থাকতে চলেছে আইফোন ১৬- তে, অ্যাপেলের নতুন সিরিজে লঞ্চ হতে পারে ৫টি মডেল