Apple iPhone: চলতি বছর আইফোন ১৬ সিরিজ (iPhone 16 Series) লঞ্চ করতে চলেছে অ্যাপেল কর্তৃপক্ষ। আর আইফোন ১৬ সিরিজের ফোনে নতুন ডিজাইনের রেয়ার ক্যামেরা সেটআপ (Vertical Rear Camera Module) থাকার কথা রয়েছে। টিপস্টারের মাধ্যমে তেমনই আভাস পাওয়া গিয়েছে। আইফোন ১৬ মডেল আসলে আইফোন ১২- র পরে প্রথম আইফোন হতে চলেছে যেখানে লম্বালম্বি ভাবে ক্যামেরা সেনসর সজ্জিত থাকবে। অর্থাৎ ভার্টিকাল ক্যামেরা ইউনিট থাকতে পারে। আইফোন ১৬ ফোনের ক্যামেরা মডিউল কেমন হতে পারে তার একটি ছবি প্রকাশ্যে এসেছে। অন্যদিকে আবার শোনা গিয়েছে যে আইফোন ১৬ সিরিজের মোট ৫টি মডেল লঞ্চ হতে পারে। এই তালিকায় থাকতে পারে আইফোন ১৬ এসই এবং আইফোন ১৬ প্লাস এসই- এই দুই ফোন। আর আইফোন ১৬ প্লাস এসই ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে।
আইফোন ১৬ সিরিজে কোন কোন মডেল লঞ্চ হতে পারে
আইফোন ১৬, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স- এই তিনটি ফোনের সঙ্গে থাকতে চলেছে আইফোন ১৬ এসই এবং আইফোন ১৬ এসই প্লাস- এই দুই মডেলও লঞ্চ হতে পারে। প্রতি বছর সেপ্টেম্বর মাসে আইফোনের নতুন সিরিজ লঞ্চ হয়। তাই অনুমান, চলতি বছরেও সেপ্টেম্বর মাসেই হয়তো আইফোন ১৬ সিরিজ লঞ্চ হবে। তবে আনুষ্ঠানিক ভাবে আইফোন ১৬ সিরিজ লঞ্চের কোনও দিনক্ষণ প্রকাশ হয়নি।
আইফোন ১৬ সিরিজের বিভিন্ন মডেলের মধ্যে 'এসই' ফোনে একটিই রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। অন্যদিকে স্ট্যান্ডার্ড আইফোন ১৬ মডেলে দুটো রেয়ার ক্যামেরা সেনসর সাজানো থাকতে পারে ভার্টিকাল লেআউটে। এছাড়াও আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স- এই দুই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এক্ষেত্রেও ক্যামেরা মডিউল ভার্টিকাল বা লম্বালম্বি ভাবে সাজানো থাকবে বলে শোনা গিয়েছে।
আইফোন ১৫ সিরিজ
গতবছর সেপ্টেম্বর মাসে আইফোন ১৫ সিরিজ ভারতে লঞ্চ হয়েছিল। অ্যাপেলের এই আইফোন সিরিজে লঞ্চ হয়েছিল আইফোন ১৫ (iPhone 15), আইফোন ১৫ প্লাস (iPhone 15 Plus), আইফোন ১৫ প্রো (iPhone 15 Pro) এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স (iPhone 15 Pro Max) - এই চারটি ফোন। আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই দুই ফোনে রয়েছে অ্যাপেলের এ১৭ বায়োনিক চিপসেট। অন্যদিকে, অ্যাপেলের এ১৬ বায়োনিক চিপসেট রয়েছে আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস ফোনে।
আরও পড়ূন- ফোনের রেয়ার প্যানেলে ভেগান লেদার ফিনিশ, দাম হবে মাঝারি রেঞ্জে, আসছে রিয়েলমির নতুন ফোন